ত্রিপুরায় এবার ‘খেলতে’ নামছেন আট সাংসদ, সঙ্গে মন্ত্রী ব্রাত্য

ত্রিপুরায় এবার ‘খেলতে’ নামছেন আট সাংসদ, সঙ্গে মন্ত্রী ব্রাত্য

কলকাতা: সময়ের আগেই ইতি পড়েছে সংসদে৷ দিল্লি থেকে রাজ্যে ফিরে এসেছেন দলীয় সাংসদরাও৷ কিন্তু ছুটি নেই৷ তাঁদের কাঁধে রয়েছে গুরুগম্ভীর কাজ৷ দিল্লির পর তাঁদের গন্তব্য ত্রিপুরা৷ উত্তরপূর্বের রাজ্যে যাচ্ছে আট সদস্যের সংসদীয় দল৷ এই দলে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, আবীর রঞ্জন বিশ্বাস ও অর্পিতা ঘোষ৷ সংসদীয় দলের সঙ্গে ত্রিপুরায় যাচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও৷ 

আরও পড়ুন- নন্দীগ্রামে জখম হওয়া পায়ের স্ক্যান করালেন মুখ্যমন্ত্রী

দলের নির্দেশ, ১৬ অগাস্ট পর্যন্ত ত্রিপুরাতেই থাকতে হবে এই তাঁদের৷ সেখানেই হবে ‘খেলা হবে’৷  ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পালনের পর ১৬ অগাস্ট পালিত হবে ‘খেলা হবে’ দিবস৷ এই কর্মসূচি পালনে বাধা এলেই দ্রুত খবর দিতে হবে কলকাতায়৷ প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গে সরকারি ভাবে পালিত হবে খেলা হবে দিবস৷ পাশাপাশি ত্রিপুরা, উত্তরপ্রদেশেও এই কর্মসূচি নেওয়া হয়েছে৷ প্রস্তুতি চলছে গুজরাতেও৷  তৃণমূল সুপ্রিমোর নির্দেশ পেয়েই ত্রিপুরায় প্রস্তুতি শুরু করে দেন আশিস৷ কিন্তু ত্রিপুরার মাটিতে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পরে যে ভাবে যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা ও যুবনেত্রী জয়া দত্ত আক্রান্ত হয়েছেন, তাতে ত্রিপুরায় দলীয় কর্মীদের একা ছাড়তে নারাজ তৃণমূল নেতৃত্ব৷ তাই স্বাধীনতা দিবনে আগে পতাকা উত্তোলন করবেন তৃণমূল সাংসদরা৷ পরের দিন পালিত হবে খেলা হবে দিবস৷ এই উদ্দেশে বিভিন্ন ক্লাবে খেলাধুলার সামগ্রীও পাঠিয়ে দেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- মহিলা শিক্ষাকর্মীকে জাত তুলে গালাগালি, শ্রীঘরে প্রধানশিক্ষক

আশিসের কথায়, ‘‘দলের নেতারা ত্রিপুরায় এসে বিজেপি সরকারের মুখোশ খুলে দিয়েছেন৷ এর পর থেকে ক্রমাগত আঘাত আসছে৷ তবে সাংসদরা পাশে থাকবে শুনে বুকে বলা পাচ্ছি৷’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − three =