TMC Leader Dog Treatment
কলকাতা: ফের মানুষের হাসপাতালে কুকুরের চিকিৎসার অভিযোগে সরগরম। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে তৃণমূল নেতার কুকুরকে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হল মানুষের হাসপাতালে। এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আক্রমণ করে এক্স হ্যান্ডেলে লেখেন ‘ডায়মন্ড হারবার মডেল মানুষ ব্রাত্য, তৃণমূল নেতার পোষ্যকে অগ্রাধিকার’। TMC leader dog treatment
তাঁর অভিযোগ, ২ সেপ্টেম্বর নিজের পোষ্য কুকুরকে নিয়ে আমতলা গ্রামীণ হাসপাতালে যান তৃণমূল ব্লক সভাপতি। এবিষয়ে তাঁর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তৃণমূল ব্লক সভাপতি নবকুমার বেতালের প্রতিক্রিয়া মেলেনি।
শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘গত ২ সেপ্টেম্বর, সোমবার দুপুর ২টা ৩০মিঃ থেকে দুপুর ৩টা নাগাদ সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার বেতাল ও ওনার স্ত্রী, যিনি দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বিদ্যুত কর্মাধ্যক্ষা; শ্রীমতি সোমাশ্রী বেতাল তাঁদের এক পোষ্যকে সাধারণ মানুষের ব্যবহারকারী অ্যাম্বুল্যান্সে করে আমতলা রুলাল হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। হসপিটালের সুপার-সহ সমস্ত চিকিৎসক এবং নার্সরা বাইরে বেরিয়ে এসে অ্যাম্বুল্যান্সের মধ্যেই কুকুরটির চিকিৎসা করেন সমস্ত চিকিৎসা ব্যবস্থা তদারকি করেন চন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতি শুভ্রা ঘোষ।’
গত ২ সেপ্টেম্বর, সোমবার দুপুর ২টা ৩০মিঃ থেকে দুপুর ৩টা নাগাদ সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার বেতাল ও ওনার স্ত্রী, যিনি দক্ষিণ ২৪পরগনা জেলা পরিষদের বিদ্যুত কর্মাধ্যক্ষা; শ্রীমতি সোমাশ্রী বেতাল তাঁদের এক পোষ্যকে সাধারণ… pic.twitter.com/iPxW4RrLQy
— Suvendu Adhikari (@SuvenduWB) September 13, 2024
সন্দীপের আরও সম্পত্তির খোঁজ মিলল, এবার কোন জেলায়?
জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে রাজ্য এবার ব্যবস্থা নেবে?
জুনিয়র চিকিৎসকদের এই মোক্ষম প্রশ্নের আদৌ কোনও জবাব আছে…
বিজেপি-সিপিএম-কংগ্রেস নয়, মমতার রাতের ঘুম কেড়ে নিয়েছেন…
Bengal: TMC leader dog treatment. Allegations arise as TMC leader’s dog receives treatment at a public hospital in Bishnupur, South 24 Parganas. Opposition leader questions priority given to the pet over common patients. Read more about the controversy.