পুলিশ সংযম দেখিয়েছে, বাম জমানা হলে গুলি চলত: কুণাল

কলকাতা: নবান্ন অভিযান চলার মাঝেই কখনও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কখনও আবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করলেন৷ পুলিশ যে ভাবে আজকের পরিস্থিতি…

kunal N

কলকাতা: নবান্ন অভিযান চলার মাঝেই কখনও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কখনও আবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করলেন৷ পুলিশ যে ভাবে আজকের পরিস্থিতি সামলেছে তার প্রশংসায় পঞ্চমুখ হলেন কুণাল৷ তিনি বলেন, ‘‘পুলিশ সংযমের পরিচয় দিয়েছে। সিপিএম-এর জমানায় বুদ্ধবাবুর পুলিশ কোচবিহারে ৫ জনকে গুলি করে মেরে দিয়েছিল। কিন্তু, এখানে পুলিশ সংযত। সবাই দেখেছে কারা হামলা করেছে। কারা ব্যারিকেড ভাঙার জন্য এগিয়ে গিয়েছে। পুলিশ ক্ষিপ্ত জনতাকে ছত্রভঙ্গ করতে যতটুকু করতে হয়, ততটুকুই করেছে।”