কলকাতা: চোপড়ার ঘটনায় রবিবার রাতে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা তাজম্মুল ইসলাম ওরফে জেসিবিকে৷ সোমবার দুপুরে আদালতে তোলা হয়৷ তৃণমূল নেতাকে ১০ দিন হেফাজতে চাইল পুলিশ। সোমবার এই মর্মে আদালতে আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে জেসিবির বিরুদ্ধে দু’টি জামিনঅযোগ্য এবং তিনটি জামিনযোগ্য ধারায় মামলাও দায়ের করেছে পুলিশ।
এদিন স্বাস্থ্য পরীক্ষা করাতে যাওয়ার সময় এবং আদালতে যাওয়ার পথে সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চায়, কার নির্দেশে তিনি চোপড়ায় ওই যুগলকে মারধর করেছেন? কার নির্দেশ ছিল? যদিও কোনও প্রশ্নের উত্তর দেননি জেসিবি৷