‘ধর্ষণের প্রমাণ দিন, বাড়াবাড়ি করলে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব’, হুঁমকি দিয়ে বিতর্কে তৃণমূল নেতা

‘ধর্ষণের প্রমাণ দিন, বাড়াবাড়ি করলে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব’, হুঁমকি দিয়ে বিতর্কে তৃণমূল নেতা

কলকাতা: হাঁসখালি গণধর্ষণ মামলায় তোলপাড়া রাজ্য রাজনীতি৷ ঘটনার প্রতিবাদে সম্প্রতি মুর্শিদাবাদের ভগবানগোলায় মিছিল করে বামেরা। ওই প্রতিবাদ মিছিলের উদ্যোক্তাদের নিশানা করতে গিয়ে একের পর এক বেফাঁস মন্তব্য করে ফাঁপরে পড়লেন তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি।  তাঁর সেই বক্তব্যের ভিডিয়ো রীতিমতো ভাইরাল৷ যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আজবিকেল.কম৷ 

আরও পড়ুন- ব্রেকিং: জঙ্গলমহলে হাই অ্যালার্ট! বড় হামলার আশঙ্কা

বামেদের হুঁশিয়ার করে তৃণমূলের ভগবানগোলার ব্লক সভাপতি আফরোজ একটি ভিডিয়োবার্তা দেন৷ সেখানে তিনি বলেন, ‘‘যদি বেশি বাড়াবাড়ি করে, ঠান্ডা করে দেব। রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বেশি কথা বললে, আমি মাঠে নেমে ডান্ডা মেরে ঠান্ডা করে দেব।’’ 

তাঁর দাবি, কোনও ধর্ষণ হয়নি৷ অকারণে মিছিল করছে বামেরা। ভাইরাল হওয়া ভিডিয়োতে তাঁকে আরও বলতে শোনা যায়, ‘‘ধর্ষণ হয়ে থাকলে প্রমাণ দেখান। এমনি ফালতু ফালতু একটা মিছিল করে দিচ্ছে। মমতাদির নামে উল্টোপাল্টা কথা যদি বেশি বলে, তা হলে কিন্তু আমরা রাস্তায় নামব। একদম ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব। এমন ঠান্ডা করব, যে বাড়ি থেকে বেরোতে পারবে না।’’  সেই সঙ্গে তাঁর দাবি, তৃণমূলের জন্মলগ্ন থেকেই তিনি ‘দিদি’র সঙ্গে আছেন৷ কিন্তু পদের কোনও লোভ নেই তাঁর৷ 

এদিকে এই ভিডিয়ো ভাইরাল হতেই পাল্টা আক্রমণ শানিয়েছে সিপিএম৷ সুজন চক্রবর্তী বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এরা এতই অনুপ্রাণিত যে ঠিকমতো কথাও বলতে পারছে না। স্থির হয়ে বসতেও পারছে না। মুখ্যমন্ত্রীর উচিত আগে তাঁকে গ্রেফতার করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা। তাহলেই বোঝা যাবে পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =