বালুরঘাটে সুকান্তর বিরুদ্ধে পুলিশের আইজি? তৃণমূলের পথে আরও এক আইপিএস কর্তা

বালুরঘাটে সুকান্তর বিরুদ্ধে পুলিশের আইজি? তৃণমূলের পথে আরও এক আইপিএস কর্তা

tmc-may-field-police-officer-prasun-banerjee-against

 কলকাতা: বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা৷ জমে উঠেছে বঙ্গ রাজনীতি৷ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দলে নিয়ে চমক দিয়েছে বিজেপি৷ তাঁকে প্রার্থী করা হবে বলেও সূত্রের খবর৷  পিছিয়ে নেই শাসক শিবিরও৷ 

তৃণমূলে যোগ দিতে চলেছেন এক আইপিএস কর্তা। তিনি একদিকে যেমন পুলিশের বড় কর্তা, অন্যদিকে একজন অভিনেতা। স্টার জলসায় ‘দেশের মাটি’ নামে একটি ধারাবাহিকে পুলিশ কর্তার চরিত্রেই অভিনয় করেছিলেন এই দুঁদে অফিসার। 

সম্ভবত আজকালের মধ্যেই ইস্তফা দেবেন তিনি। তার পরেই যোগ দেবেন তৃণমূলে৷ ২০২১ সালে বিধানসভা ভোটের আগে পুলিশের চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন আইপিএস অফিসার হুমায়ুন কবীর। লোকসভা ভোটের আগে সেই পথেই প্রমোটি আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। কানাঘুষো বালুরঘাট লোকসভা কেন্দ্রে রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে প্রার্থী করা হতে পারে৷ 

আরও কতদিন বৃষ্টি? কালীপুজো’ও মাটি! আগামী এক সপ্তাহের ওয়েদার রিপোর্ট | West Bengal Weather Update

টার্ম ইনস্যুরেন্স কী? এই বিমা কেনার আগে মাথায় রাখুন এই সব বিষয়, না হলেই মিুশকিল | Personal Finance | Term Insurance

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =