বিনা প্রতিদ্বন্দ্বীতায় তৃণমূল জয়ী সব আসনে! কোথায় ঘটল এমন

বিনা প্রতিদ্বন্দ্বীতায় তৃণমূল জয়ী সব আসনে! কোথায় ঘটল এমন

চোপড়া: পঞ্চায়েত ভোট ৮ জুলাই। ইতিমধ্যেই শেষ হয়েছে মনোনয়ন পর্ব। তবে এখনই এক জায়গার পঞ্চায়েতের সব আসনে জিতে গিয়েছে তৃণমূল, তাও আবার বিনা প্রতিদ্বন্দ্বীতায়! যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে বিরোধীরা সন্ত্রাসের অভিযোগই তুলেছে। স্পষ্টত সেখানে সংঘর্ষ, গুলি চলার মতো ঘটনা, এমনকি মৃত্যুও ঘটেছে। এই জায়গা হল চোপড়া। এখানে প্রায় সব আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে গেল তৃণমূল। 

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেও এখানে রক্ত ঝরেছে। গুলি চলেছে সিপিএমের মিছিলে। দাবি যে গুলিবিদ্ধ হয়ে এক সিপিএম কর্মী মারাও গিয়েছেন। কিন্তু পুলিশ জানিয়েছে কারোর মৃত্যু হয়নি। সেই উত্তর দিনাজপুরের চোপড়ায় গ্রাম পঞ্চায়েতের প্রায় সব আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে শাসক শিবির বলে খবর। জানা গিয়েছে, চোপড়ার ৮টি গ্রাম পঞ্চায়েতের ২১৭টি আসনের মধ্যে ২১৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছে তৃণমূল। বাকি ৩টি আসনে ৩ নির্দল প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। শাসক দলের যুক্তি, বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেনি সেই দায় তাদের। অন্যদিকে বিরোধী পক্ষের বক্তব্য, শাসকের সন্ত্রাসে অনেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে।