কলকাতা: রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমত ক্ষোভ বেড়েছে সরকারি কর্মীদের। বিষয় হল বকেয়া ডিএ। সদ্য সরকার ৩ শতাংশ ডিএ ঘোষণা করলেও ক্ষোভ কমেনি উলটে বেড়েছে। এও জানা গিয়েছে, দুই ভাগের বকেয়া নিয়ে ৬ শতাংশ ডিএ দেওয়া হবে। তাও প্রতিবাদ আন্দোলনে খুব একটা ফারাক পড়েনি। এবার তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী জল্পনা উদ্দীপক মন্তব্য করলেন ডিএ নিয়ে। তিনি টেনে আনলেন সরকারের ‘লক্ষ্মী ভাণ্ডার’ প্রকল্পকে।
আরও পড়ুন- আত্মঘাতী চাকরিপ্রার্থী, CBI তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি মান্থা, আরও কড়া আদালত
মধ্যমগ্রামে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি চলায় সেখানে ‘দূত’ হয়ে গিয়েছিলেন বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়েই তাঁকে জিজ্ঞাসা করা হচ্ছিল সেখানে। এইভাবেই উঠে আসে ডিএ প্রসঙ্গ। তাতে তিনি বলেন, কেন্দ্র সরকার যে শতাংশ ডিএ দিচ্ছে তা রাজ্য সরকার পারছে না, ঠিক। আসলে সরকারের অনেকগুলি প্রকল্প চলছে, লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক খাতে টাকা দিতে হচ্ছে। এদিকে কেন্দ্রের কাছ থেকে বকেয়া টাকা না পাওয়ার জন্য রাজ্যকে নিজের থেকে টাকা বের করতে হচ্ছে। তাই হয়তো সমস্যা। বিধায়কের এই মন্তব্য নিয়ে এখন স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়ে গিয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”৫০ লাখের বিনিময়ে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ? Suvendu Adhikari’s comments spark row” width=”835″>
উল্লেখ্য, ১ মার্চ থেকে ৬ শতাংশ হারে ডিএ পাবেন কর্মীরা। বিষয় হল, ২০২১ সালের জানুয়ারি মাসে ৩ শতাংশ হারে ডিএ বাড়িয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এ বারের বাজেটে আরও ৩ শতাংশ যুক্ত হয়েছে। সব মিলিয়ে মার্চ মাস থেকে ৬ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। নবান্নর তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাতে বলা হয়েছে, সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা, সরকার অধিগৃহীত সংস্থা, পঞ্চায়েত কর্মী, পুরসভা, পুর নিগম এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা এই ডিএ পাবেন।