কলকাতা: তিনি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতেই ভালোবাসেন বলে দাবি। তাই মাঝে মাঝে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট বিতর্ক ডেকে আনে। তিনি হলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। আগেও নানা কথা ফেসবুক পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন তিনি। এবারেও তার ব্যতিক্রম হল না। হুগলি জেলার বলাগড়ের বিধায়ক এবার কোনও এক অংশকে সারমেয়দের সঙ্গে তুলনা করেছেন। তাঁর পোস্ট দেখে সোশ্যাল মিডিয়ার মানুষদের ধারণা তিনি ডিএ আন্দোলনকারীদের বিঁধেছেন। যদিও মনোরঞ্জন তাঁর পোস্টে এমন কোনও কিছুই উল্লেখ করেননি।
আরও পড়ুন- ‘সুযোগ পেলে আবার তৃণমূলকর্মীদের চাকরি দেব’, বিস্ফোরক মদন
ঠিক কী লিখেছেন তৃণমূল বিধায়ক যা নিয়ে ডিএ আন্দোলনকারীদের প্রসঙ্গ আনা হচ্ছে? আসলে বিধায়কের কথায়, ”একদল লোকের পাতে পোলাও মাংস আছে। তারা ঘেউ ঘেউ করছে। বলছে পোলাওয়ে ঘী কম আছে। আরো ঘী ঢালতে হবে। আর একদল যারা খালি পেটে গামছা বেধে রাতে ঘুমাতে যায়। আমি সবদিন ওই না খাওয়া লোকটির জন্য লড়েছি আর লড়বো। ঘী বাবুর লড়াইয়ে সে হারবে না জিতবে আমার কিছু যায় আসে না।” (বানান অপরিবর্তিত)। অনেকের ধারণা, কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি জানিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করাকে কটাক্ষ করেছেন তিনি। আন্দোলনকারীদের উদ্দেশ্যেই নিশানা করে ডিএ-কে তিনি ঘিয়ের সঙ্গে তুলনা করেছেন।
তৃণমূল বিধায়কের এই পোস্টে একাধিক মন্তব্য করা হয়েছে যেখানে মনোরঞ্জনকে তুলোধনা করেছেন অনেকে। কেউ লিখেছেন, নিজের যোগ্যতায় মানুষ হওয়ার চেষ্টা করুন, আবার কেউ দাবি করেছেন তিনি নিজের চরিত্র নষ্ট করে ফেলেছেন। আবার কারোর কথায়, পার্থ, অনুব্রতের ফাঁকা জায়গায় ক্ষমতার শীর্ষে তাঁকে দেখা যাবে আগামীতে।