ভোট পরবর্তী হিংসা মামলায় CBI তলব, CGO কমপ্লেক্সে হাজিরা বিধায়ক পরেশ পালের

ভোট পরবর্তী হিংসা মামলায় CBI তলব, CGO কমপ্লেক্সে হাজিরা বিধায়ক পরেশ পালের

কলকাতা: ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই দফতরে হাজিরা দিলেন তৃণমূল বিধায়ক পরেশ পাল৷ বুধবার সকাল ১১টায় তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। নির্ধারিত সময়ের আগেই তিনি পৌঁছে যান সল্টলেক সিজিও কমপ্লেক্সে। একুশের বিধানসভা ভোটের পর কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যু মামলায় তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷। কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত ভার এখন সিবিআই-এর হাতে। সিবিআই দফতরে ঢোকার আগে অবশ্য এ প্রসঙ্গে একটি বাক্যও খরচ করেননি বেলেঘাটার তৃণমূল বিধায়ক।

এদিন সিজিও কমপ্লেক্সে আসেন মৃত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারও। তাঁর অভিযোগ, ”একজন খুন করেছে আর একজন করিয়েছে। পরেশ পালের নির্দেশেই আমার ভাইকে খুন করা হয়েছে ।  তাই সিবিআই ডেকে পাঠানোর আগেই আমি এখানে চলে এসেছি। আমার সঙ্গে ওঁকে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। আমি প্রস্তুত।”

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটের ফল ঘোষণা হয় ২ মে৷ ওই দিনই কাঁকুড়গাছিতে খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। এই ঘটনায় বিজেপি শাসক দলের দিকে আঙুল তোলে। মামলা দাের হলে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। ঘএই মামলায় ইতিমধ্যেই বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই৷ যে জায়গায় অভিজিৎকে খুন করা হয়েছিল বলে অভিযোগ, সেই জায়গাটিও পর্যবেক্ষণ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই মামলাতেই স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব করে সিবিআই৷