তৈরি নতুন স্লোগান, ভবানীপুরে জোড় প্রচারে তৃণমূল, শুনে নিন আপনিও

তৈরি নতুন স্লোগান, ভবানীপুরে জোড় প্রচারে তৃণমূল, শুনে নিন আপনিও

 

কলকাতা:  শুরু হয়ে গিয়েছে উপনির্বাচনের কাউন্টডাউন৷ বিধানসভা ভোটে তৃণমূলের অন্যতম স্লোগান ছিল ‘বাংলা নিজের মেয়েকে চায়’৷ তবে উপনির্বাচনে আর সেই পুরনো বুলি আওড়াতে চায় না তৃণমূল৷ বরং উপনির্বাচনকে সামনে রেখে তৈরি করা হল নতুন স্লোগান৷ উপনির্বাচনে তৃণমূল কর্মীদের নয়া মন্ত্র, ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’৷ 

আরও পড়ুন- দল চাইলে ভবানীপুরেও মমতার বিরুদ্ধে লড়তে প্রস্তুত, জানিয়ে দিলেন শুভেন্দু

উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন৷ আর ভোটের দিন ঘোষণা হতেই জোর প্রচার শুরু করেছে তৃণমূল৷ দেওয়াল লিখনের পাশাপাশি রাস্তা ঢাকা পড়েছে হোর্ডিং, ফ্লেক্সে৷ সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে জোড় প্রচার৷ চারিদিকে ছড়িয়ে পড়েছে তৃণমূলের এই নয়া স্লোগান৷ 

প্রসঙ্গত, ২০১১ ও ২০১৬ সালে ভবানীপুর কেন্দ্র থেকে জিতেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে একুশের বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার কথা ঘোষণা করেন তিনি৷ তবে স্বল্প ব্যবধানে সেখানে পরাজিত হন৷ এদিকে ভবানীপুর কেন্দ্রে রুদ্রনীল ঘোষকে ৩০ হাজারের বেশি ভোটে পরাজিত করে জয়ী হন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই কেন্দ্রটি ছেড়ে দেন তিনি৷ ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হবে বলে নিশ্চিত তৃণমূল কংগ্রেস৷ 

আরও পড়ুন- উলটো সুর বিজেপি বিধায়কের মুখে, অস্বস্তিতে নেতৃত্ব

গত ১০ বছর ধরে ভবানীপুর থেকেই জিতছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০২১-ছিল ব্যতিক্রম৷ উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর ভবানীপুর ছাড়াও ভোট হবে শমসেরগঞ্জ এবং জঙ্গিপুরে৷ যা নিয়ে তোপ দাগতে ছাড়েনি বিজেপি৷ 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 3 =