পার্থদা ওয়াশিং মেশিনে ঢুকলে গ্রেফতার হতেন না, মন্তব্য ফিরহাদের

পার্থদা ওয়াশিং মেশিনে ঢুকলে গ্রেফতার হতেন না, মন্তব্য ফিরহাদের

কলকাতা:  এসএসসি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠক করল তৃণমূল৷ বৈঠকে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘পার্থদা ওয়াশিং মেশিনে ঢুকে গেলে কোনও তদন্ত হত না৷ গ্রেফতারও হতেন না। তৃণমূল কংগ্রেসে রয়েছে বলেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র, কুৎসা হচ্ছে৷’’ ফিরহাদের কথায়, একই ভাবে তৃণমূলে থাকায় আমাকেও জেলে যেতে হয়েছিল৷ কিন্তু একই মামলায় যে বিজেপি’র ওয়াশিং মেশিনে ঢুকে গেল তাঁকে আজও তদন্তের মুখোমুখি হতে হয়নি৷ এটা বুঝতে কারও অসুবিধা হয় না, বিজেপি’তে গেলে সাধু আর তৃণমূলে গেলে চোর৷ দ্বিচারিতা চলছে৷ তাঁর কথায়, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে বিজেপি রাজনৈতিক কারণে কাজে লাগানো হচ্ছে৷ 

আরও পড়ুন- অভিযোগ প্রমাণিত হলে পার্থর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল, সাংবাদিক বৈঠকে কুণাল

কুণালের সুরে ফিরহাদও এদিন বলেন, তৃণমূল অন্যায় করে না, সহ্যও করে না৷ বিচারব্যবস্থার উপর পূর্ণ আস্থা রয়েছে। দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তি দেবে দল। তবে ষড়যন্ত্র হলে তা আমরা প্রতিরোধ করব৷ প্রতিবাদ করব৷ নাম না করেই শুভেন্দু অধিকারীকে নিশানা করে ফিরহাদ বলেন, ‘‘নৈতিক ভাবে আমরা মাথা নত করব না। বিজেপির চাপের কাছে আমরা মাথা নত করি না। সারদা কর্তা লিখে দেওয়ার পরও এক জন খোলাবাজারে ঘুরে বেড়াচ্ছেন। তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না’’। তাঁর কথায়, এখন মনে হচ্ছে বিজেপি তদন্তকারী সংস্থাগুলিকে চালাচ্ছে। যে ঘটনা ঘটেছে তাতে প্রমাণ হচ্ছে ইডিকে চালাচ্ছে বিজেপি৷