কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে আন্দোলন চলছে। বাজেটে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা হলেও বাস্তবের বিক্ষোভে কোনও নড়চড় হয়নি। ইতিমধ্যেই দু’দিন কর্মবিরতি পালন করেছে সরকারি কর্মী সংগঠন। তারাই আগামী ১০ তারিখ ধর্মঘটের ডাক দিয়েছে। কিন্তু এই ধর্মঘট কি সফল হবে? তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আসলে প্রথম থেকেই এই ধর্মঘটের বিরোধিতা করে আসছে তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারি ফেডারেশন। এবার তারা ধর্মঘট রুখতে ঢাল করেছে অ্যাডিনোভাইরাসকে।
আরও পড়ুন- তৃণমূলের জাতীয় দলের তকমা বাতিল করা হোক, ৩ রাজ্যের ফল ঘোষণা হতেই খড়্গহস্ত শুভেন্দু
বিগত কয়েক মাস ধরেই হঠাৎ অ্যাডিনোভাইরাসের প্রকোপ বেড়েছে বঙ্গে। একাধিক শিশু আক্রান্ত এবং মৃত্যুর খবর সামনে আসছে। এই অবস্থায় খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছিলেন। পরে অবশ্য তিনি আতঙ্কিত না হয়ে মাস্ক পরার পরামর্শ দেন, সকলকে সচেতন থাকতে বলেন। এই অবস্থায় ১০ তারিখের প্রস্তাবিত ধর্মঘটের বিরোধিতায় নেমেছে তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের সংগঠন। রাজ্যে অ্যাডিনোভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণ সামনে রেখেই তাদের এই বিরোধিতা। তৃণমূল কর্মচারি ফেডারেশনের তরফে বলা হয়েছে, অ্যাডিনোভাইরাস সংক্রমণের যে পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে তার জন্য অবশ্যই এই ধর্মঘট প্রত্যাহার করে কর্মচারিদের কাজে ফেরা উচিত।
” style=”border: 0px; overflow: hidden”” title=”অবৈধ বালি খনন! ধস নেমে ২ নাবালক সহ ৩ জনের মৃত্যু! 3 killed during illegal sand mining in Siliguri” width=”853″>
যৌথ সংগঠন আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে তাদের দাবি মানা না হলে তারা বড় আন্দোলনের পথে হাঁটবে। সেই অনুযায়ী প্রথমে কর্মবিরতি পালন করেছে তারা এবং এবার রাজ্যের সমস্ত সরকারি অফিস, আদালত, স্কুল, কলেজে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতেই ধর্মঘটকে সফল করার জন্য তারা জেলায় জেলায় প্রচার করেছে ও সমস্ত অফিসে পোস্টারিং ও লিফলেট বিলি করেছে।