রাজ্যসভায় পুরনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ পড়লেন জহর, শুরু জল্পনা

রাজ্যসভায় পুরনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ পড়লেন জহর, শুরু জল্পনা

কলকাতা:  পার্থ-অনুব্রতদের দুর্নীতি নিয়ে সরব হতেই তাঁকে সম্মানজনক বিচ্ছেদের বার্তা দিয়েছিল দল৷ কিন্তু তিনি সরে দাঁড়ননি৷ এমনকী দলের শীর্ষ সাংসদরা তাঁর বিরুদ্ধে মন্তব্য করলেও তাঁকে টলানো যায়নি। রাজ্যসভার সাংসদ জহর সরকারকে নিয়ে কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে দলনেত্রীর নির্দেশের অপেক্ষায় ছিল দল। তিনি সরাসরি নির্দেশ এল না ঠিকই। কিন্তু, ঘুর পথে নির্দেশ এল শনিবারের বারবেলায়। রাজ্যসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে একেবারে বার করে দেওয়া হল তাঁকে।

আরও পড়ুন- পুজোয় বাঙালিকে ইলিশের স্বাদ দিতে ২০০০ মেট্রিক টন মাছের ‘রিকোয়েস্ট’ গেল বাংলাদেশে

যদিও তৃণমূলের এক জাতীয় স্তরের নেতা জানান,  কাউকে কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়া হয়নি। সবটাই  রটনা৷ পুরনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যাঁরা ছিলেন, তাঁদের সকলকে নিয়েই নতুন গ্রুপ তৈরি করা হয়েছে।

২০২১-এ বিধানসভা ভোটের আগে রাজ্যসভা থেকে পদত্যাগ করেন তৃণমূল সাংসদ দিনেশ ত্রিবেদী। তাঁর জায়গায় রাজ্যসভায় পাঠানো হয় প্রাক্তন আমলা জহর সরকারকে। সম্প্রতি তিনি সংবাদমাধ্যমের সামনে দলের বিরুদ্ধে মুখ খুলে বিতর্কে জড়ান। সাসপেন্ডেড নেতা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘটনাটা টিভিতে দেখার পর প্রথমে বিশ্বাসই করতে পারিনি। কারও বাড়ি থেকে এত টাকা উদ্ধার হতে পারে, সেটা কাছে কল্পনাতীত। তিনি আরও বলেন, তৃণমূলের একটা অংশে পচন ধরেছে৷ যাদের বিরুদ্ধে দুর্নীতি ধরা পড়বে তাদেরই দল থেকে বাদ দেওয়া উচিত৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =