রেল-সড়কে বেসরকারি বিনিয়োগ, অ্যাসেট মনিটাইজেশন নিয়ে কেন্দ্রকে তোপ তৃণমূলের

রেল-সড়কে বেসরকারি বিনিয়োগ, অ্যাসেট মনিটাইজেশন নিয়ে কেন্দ্রকে তোপ তৃণমূলের

কলকাতা:  বিভিন্ন সরকারি সম্পত্তি বেসরকারি সংস্থাকে লিজ দিয়ে ৬ লক্ষ কোটি টাকা তোলার পরিকল্পনা করেছে কেন্দ্রীয সরকার। ৪ বছরের জন্য এই প্রকল্প গ্রহণ করা হবে৷ যার নাম দেওয়া হয়েছে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন। যার আওতায় পড়বে রেল, জাতীয় সড়ক, বিদ্যুৎ, তেল ও গ্যাসের পাইপ পালই থেকে শুরু করে ২৫টি বিমানবন্দর, কলকাতা, হলদিয়া বন্দর৷ কেন্দ্রীয় সরকারের এই অ্যাসেট মানিটাইজেশন প্রকল্পে তীব্র বিরোধিতা করল তৃণমূল৷ এটা বেসরকারিকরণের প্রথম ধাপ বলেও দাবি তাঁদের৷ 

আরও পড়ুন- এবার ‘দুয়ারে’ই মিলবে স্বাস্থ্য সুবিধা, নয়া প্রকল্প রাজ্যের

তৃণমূল কংগ্রেসের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে সরকারি সংস্থা ও জনগণের সম্পদ বেসরকারি হাতে চলে যাবে। মানুষের জীবন-জীবিকা নিরাপত্তা থাকবে না৷ তৃণমূল ভবনে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের সাংসদ শুখেন্দু শেখর রায় বলেন, এই প্রকল্পের বিষয়ে সরকার সংসদে কোনও প্রকার আলোচনা করেনি। একতরফা ভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকার অল্প সময়ের জন্য লিজ দেওয়ার কথা বললেও রিপোর্ট অনুযায়ী ২৫ থেকে ৩০ বছরের জন্য সরকারি সম্পদ লিজ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পড়ে সেই চুক্তি পুনর্নবীকরণ এর সুযোগও রয়েছে। এর ফলে ওইসব সরকারি সম্পদ বেসরকারি হাতে চলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এসেই সঙ্গে নীতি আয়োগের ভূমিকারও সমালোচনা করেছেন তিনি৷ 

আরও পড়ুন- চলন্ত ট্রেনে হকারি বন্ধের কোনও নির্দেশিকা জারি করা হয়নি, জানাল রেল

পরিসংখ্যান তুলে তৃণমূলের রাজ্যসভার সাংসদের কথায়,  ‘‘রেলে সরকারি পরিষেবা বলে আর কিছু থাকবে না। এই প্রকল্পের অধীনে  ৪০০টি রেল স্টেশনকে আনা হবে৷ ৯০টি প্যাসেঞ্জার ট্রেন ও  ১৪০০ কিমি ট্র্যা ক, কোঙ্কন রেলওয়ে, টয় ট্রেন, চারটি পার্বত্য রেল, ২৬৫ টি গুডস শেড, রেল কলোনি ও ১৫টি স্টেডিয়াম দেওয়া হচ্ছে।’’ তাঁর কথায় সরকার দেউলিয়া হয়ে গিয়েছে৷ অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে৷ কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতি দেশকে ধ্বংস করবে৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =