‘রণক্লান্ত, উদাসীন’! দলীয় মুখপত্রে ফের কংগ্রেসকে নিশানা তৃণমূলের

‘রণক্লান্ত, উদাসীন’! দলীয় মুখপত্রে ফের কংগ্রেসকে নিশানা তৃণমূলের

কলকাতা: ’২৪-এর লড়াইয়ের তৃণমূল যে কংগ্রেসের হাত ধরতে নারাজ, তা প্রায় স্পষ্ট করে দিয়েছে বাংলার শাসক দল৷ এদিন দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’য় ফের কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানাল তৃণমূল৷ কংগ্রসকে ‘রণক্লান্ত’ বলে বিঁধল বাংলার শাসক দল৷ 

আরও পড়ুন- জোড়া ফুল মেলেনি, জোড়া পাতা প্রকীতেই পুরভোটে লড়বেন সুব্রতর ‘নিজের বোন’

জাগো বাংলায় লেখা হয়েছে,  ‘বিজেপি-কে প্রতিরোধ করার কথা ছিল কংগ্রেসের। তারাই ছিল কেন্দ্রের বিরোধী দল। কংগ্রেস উদাসীন, রণ-ক্লান্ত, ভারাক্রান্ত, অন্তর্দ্বন্দ্ব আর দলীয় জটিলতায় বিদীর্ণ। ব্যাটন বইতে অপারগ। সময় পড়ে থাকে না, কাউকে এগিয়ে আসতেই হয়।তৃণমূল কংগ্রেস সেই দায়িত্ব পালন করবে। তারাই আসল কংগ্রেস।’

জাগো বাংলার সম্পাদকীয়তে আরও লেখা হয়েছে,  তৃণমূল সকলকে সঙ্গে নিয়েই চলতে চায়৷ কিন্তু কংগ্রেস রণক্লান্ত হয়ে গিয়েছে৷ উল্লেখ্য, দিন কয়েক আগেও জাগো বাংলার সম্পাদকীয়তে কংগ্রেসকে নিশানা করেছিল তৃণমূল৷ সেই সময় বলা হয়েছিল আন্দোলন বিমুখ কংগ্রেস ‘ডিপফ্রিজে’ চলে গিয়েছে। কংগ্রেস নেতাদের ট্যুইট সর্বস্ব বলেও খোঁচা দেওয়া হয়েছিল৷ এমনকী সবকিছুর উর্ধ্বে উঠে ইউপিএ-র অস্তিত্বকেও অস্বীকার করা হয় জাগো বাংলায়৷ তাঁদের কথায়, জাতীয় রাজনীতিতে মোদীর বিকল্প বিরোধী মুখ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

প্রসঙ্গত, সংসদের চলতি শীত অধিবেশনের আগে কংগ্রেসের ডাকা বিরোধী বৈঠকে উপস্থিত হয়নি তৃণমূল৷ বারবার বোঝানোর চেষ্টা করেছে যে তাঁরা কংগ্রেসের উপর নির্ভরশীল নয়৷ শুধু তাই নয়, কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোরও৷ তিনি স্পষ্ট বলেন, ‘শেষ ১০ বছরে ৯০ শতাংশ নির্বাচনেই পরাজিত হয়ছে কংগ্রেস। বিরোধী জোটের নেতৃত্ব দেওয়াটা কংগ্রেসের ঈশ্বরপ্রদত্ত অধিকার নয়।’ প্রশান্ত কিশোরের বিস্ফোরক ট্যুইট করলেও তাঁর বিরুদ্ধে পাল্টা কোনও মন্তব্যই করেনি কংগ্রেস৷ অন্যদিকে, কংগ্রেসের দুর্বল নেতৃত্ব নিয়ে তোপ দেগে গিয়েছে তৃণমূল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + three =