কলকাতা: শনিবার সকালে রাজভবনে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রায় দু’ঘণ্টা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে তিনি বৈঠক করেন বলে জানা গিয়েছে। কিন্তু কী নিয়ে এই বৈঠক ছিল? সুকান্ত নিযে জানিয়েছেন, রাজ্যের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত করতে রাজভবনে গিয়েছিলেন তিনি। আর রাজ্যপালের থেকে নাকি আশ্বাসও পেয়েছেন বিজেপি নেতা। যদিও তৃণমূল কংগ্রেস এই বৈঠক নিয়ে কটাক্ষ করেছে বিজেপিকে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের নিশানায় বিজেপি রাজ্য সভাপতি।
আরও পড়ুন- বালিগঞ্জে টাকা উদ্ধারের ঘটনায় ইডির নজরে ধাবা মালিক, হাজিরার নির্দেশ
রাজ্যপালের সঙ্গে বৈঠক সারার পর রাজভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান, রাজ্যের বর্তমান যে পরিস্থিতি তা নিয়েই রাজ্যপালের সঙ্গে আলোচনা হয়েছে তাঁর এবং রাজ্যপাল তাঁকে আশ্বাস দিয়েছেন যে, দুর্নীতির সঙ্গে কোনও আপস করবেন না তিনি। দুর্নীতির বিরুদ্ধে রাজ্যপালের জিরো টলারেন্স নীতি বলেই জানিয়েছেন তিনি। পাশাপাশি রাজ্যে বাড়তে থাকা হিংসার ঘটনা নিয়েও কথা হয়েছে বলে দাবি। অন্যদিকে সুকান্ত এদিন সিএএ প্রসঙ্গেও সুর চড়ান। সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে তাঁর মন্তব্য, সিএএ হবেই।
রাজভবনে ক্ষমা চাইতে গেছিলেন সুকান্ত মজুমদার। বিধানসভায় শুভেন্দুর নেতৃত্বে রাজ্যপালকে যে অপমানের চেষ্টা হয়েছে, তার জন্য মার্জনা চেয়েছেন তিনি।
সেটা ঢাকতে পরে অবান্তর কিছু কথা বলেছেন মিডিয়াকে। সুকান্ত রাজভবনের পিআরও সাজতে চেয়েছেন। আসল কথা থেকে নজর ঘোরানোর মরিয়া চেষ্টা।— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 11, 2023
যদিও এই বৈঠককে ‘বৈঠক’ বলতে নারাজ তৃণমূল কংগ্রেস শিবির। অন্তত দলীয় মুখপাত্র কুণাল ঘোষ অন্য কথাই বলছেন। এদিন টুইট করে কুণাল লিখেছেন, ”রাজভবনে ক্ষমা চাইতে গেছিলেন সুকান্ত মজুমদার। বিধানসভায় শুভেন্দুর নেতৃত্বে রাজ্যপালকে যে অপমানের চেষ্টা হয়েছে, তার জন্য মার্জনা চেয়েছেন তিনি। সেটা ঢাকতে পরে অবান্তর কিছু কথা বলেছেন মিডিয়াকে। সুকান্ত রাজভবনের পিআরও সাজতে চেয়েছেন। আসল কথা থেকে নজর ঘোরানোর মরিয়া চেষ্টা।”