তুঙ্গে ২৮শে’র প্রস্তুতি, ‘দেশ বাঁচাবে মমতা’ টিজার লঞ্চ তৃণমূল ছাত্র পরিষদের

তুঙ্গে ২৮শে’র প্রস্তুতি, ‘দেশ বাঁচাবে মমতা’ টিজার লঞ্চ তৃণমূল ছাত্র পরিষদের

কলকাতা:  করোনা আবহে ২১ শে’র শহিদ দিবস পালন হয়েছে ভার্চুয়ালি৷ এবার তৃণমূলের সামনে ২৮ অগাস্ট৷ তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের প্রস্তুতি এখন তুঙ্গে৷ তবে করোনাকালে ছাত্র সংগঠনের অনুষ্ঠানও হবে ভর্চায়ালি৷ ২১ জুলাইয়ের মতো কালীঘাট থেকেই ছাত্র-যুবদের ভার্চুয়ালি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। 

আরও পড়ুন- হাতে গুচ্ছ কারণ! উপনির্বাচন আটকাতে কোমর বেঁধে নামল বিজেপি

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্র সংগঠনমের এই অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আগামীর লড়াইয়ে তৃণমূলের অন্যতম অস্ত্র হতে চলেছে ছাত্র-যুবরা৷ ওই দিন দুপুর ২টোর সময় শুরু হবে ভাষণ৷ তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজেও তা সরাসরি দেখানো হবে৷ পাশাপাশি  ফেসবুক, ইউটিউব ও ট্যুইটার মাধ্যমেও তা সম্প্রচার করা হবে৷ ছাত্র যুব সংগঠনের এই কর্মসূচি সফল করতে শুরু হয়েছে ডিজিটাল ক্যাম্পেন৷ 

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একাধিক পদক্ষেপ করা হয়েছে৷ তৈরি হয়েছে নিজস্ব ব্লগ৷ সেখানে রয়েছে একের পর এক চমক৷ সেখানে থাকবে তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত প্রাক্তন নেতাদের ইন্টারভিউ৷ যা তৃণমূলের ইউটিউব চ্যানেলেও আপলোড করা হয়েছে৷ এই ব্লগের উদ্বোধন করেছেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ এই ব্লগে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, অশোক দেব, তাপস রায়ের মতো নেতাদের ইন্টারভিউ৷ এছাড়াও থাকবে ছবি ও ভিডিও সহ ভ্রমণ কাহিনী, শিক্ষা ও বিনোদন সংক্রান্ত বিষয়ও৷ শুধু তাই নয় যাঁরা জেলায় ছাত্র সংগঠনকে ধরে রেখেছেন তাঁদের কথাও থাকবে ব্লকে৷ 

আরও পড়ুন- শ্যামাপ্রসাদ-কাণ্ডে নয়া মোড়, বিষ্ণুপুরে পুরসভার কর্মীদের ছুটি বাতিল

২৮ অগাস্টের অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন তারকা বিধায়ক রাজ চক্রবর্তী, অদিতি মুন্সি, জুন মালিয়া, লাভলি মৈত্ররা৷ নতুন গানও তৈরি করেছে  ছাত্র পরিষদের সদস্যরা। যা জেলায় জেলার সিগনেচার টিউন হিসাবে ব্যবহার করা হবে৷ পাশাপাশি  ‘দেশ বাঁচাবে মমতা’ টিজার লঞ্চও করা হয়েছে ছাত্র পরিষদের তরফে৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 2 =