ফুরচ্ছে মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ, দ্রুত উপনির্বাচন চেয়ে দিল্লিতে নির্বাচন কমিশনে তৃণমূল

ফুরচ্ছে মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ, দ্রুত উপনির্বাচন চেয়ে দিল্লিতে নির্বাচন কমিশনে তৃণমূল

কলকাতা: ৫ নভেম্বরের মধ্যে যে কোনও একটি বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ তাই রাজ্যের ৫ বিধানসভা কেন্দ্র দ্রুত উপনির্বাচন ও ২ বিধানসভা কেন্দ্রে ভোট করাতে চাইছে তৃণমূল৷ এই বিষয়ে দরবার করতে দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল৷ ৫ জনের প্রতিনিধি দলে রয়েছেন সৌগত রায়, সুখেন্দু শেখর রায়, মহুয়া মৈত্র, জহর সরকার ও সাজদা বেগম৷

আরও পড়ুন-  কলকাতা হাইকোর্টে নতুন ৫ বিচারপতি নিয়োগ

বৃহস্পতিবার দুপুর ৩ টে ১৫ নাগাদ নির্বাচন কমিশনে যান তৃণমূলের প্রতিনিধি দল৷  রাজ্যর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ সম্পূর্ণ কোভিড বিধি মেনেই হবে নির্বাচন প্রক্রিয়া৷ কমিশনে এমনই দাবি জানাবে তৃণমূল৷ এর আগে করোনা আবহে উপনির্বাচন করা নিয়ে সমস্ত রাজনৈতিক দল জানতে চেয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন৷ তৃণমূলের অভিযোগ, বিজেপি উপনির্বাচন করতে না দেওয়ার ছক কষছে৷ এই অভিযোগে সিলমোহর দিয়েছিল তথাগত রায়ের একটি পোস্ট৷ তিনি লেখেছিলেন, ‘থমথমে একটা পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কি উপনির্বাচন করা যায়? ’ এদিকে, মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ ফুরিয়ে আসছে৷ ৫ নভেম্বরের মধ্যে যে কোনও কেন্দ্র থেকে জিতে আসতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =