নোটার থেকে কম ভোট পাবে তৃণমূল! ‘কুঁজো’ বলে কটাক্ষ শুভেন্দুর

নোটার থেকে কম ভোট পাবে তৃণমূল! ‘কুঁজো’ বলে কটাক্ষ শুভেন্দুর

কলকাতা: বাংলার নির্বাচনে বিপুল জয়ের পর রাজ্যের শাসক দলের লক্ষ্য ত্রিপুরা, গোয়া সহ একাধিক বিজেপি রাজ্য। ইতিমধ্যেই এই দুই রাজ্যে ভোটে লড়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির। সংগঠনের কাজ ইতিমধ্যেই চলছে এবং বেশ কয়েকজন নেতা দলে যোগ পর্যন্ত দিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যেই গোয়া সফরে যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে ত্রিপুরাতেও জোরকদমে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। কিন্তু আদতে এই দুই রাজ্যে বাংলার শাসক দলের কোনো লাভ হবে না বলে কার্যত ভবিষ্যদ্বাণী করে দিলেন বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কটাক্ষ, নোটার থেকেও কম ভোট পাবে তৃণমূল কংগ্রেস এই দুই রাজ্যে।

ত্রিপুরা এবং গোয়াতে আগামী নির্বাচনে লড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। সেই ইস্যুতে কথা বলতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন, এই দুই রাজ্যে নির্বাচন লড়লে নোটার থেকেও কম ভোট পাবে তৃণমূল কংগ্রেস। আসলে কুঁজোর ইচ্ছা করছে চিৎ হয়ে শুতে। অন্যদিকে এই নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ঘাসফুল শিবিরকে আরো কটাক্ষ করে তিনি বলেন, গরুর গাড়িতে যে দিন হেডলাইট লাগাতে হবে সেদিন ত্রিপুরা এবং গোয়াতে খাতা খুলতে পারবে তৃণমূল! তার আগে এসব কিছু সম্ভব নয়। শুভেন্দুর আরও দাবি, ত্রিপুরায় সব আসনে প্রার্থী দিতে পারবে না তৃণমূল কংগ্রেস। 

চলতি সপ্তাহেই গোয়া যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও সেখানে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে ইতিমধ্যেই অভিযোগ করেছেন। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি বিজেপি মনে করে যে তাদের ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়া যাবে তাহলে তারা ভুল করছে। সভা করার জায়গা না পেলে চায়ের দোকানে বসে সভা করতে পারেন তারা। তাই বিজেপির কোন লাভ হবে না তাদের ভয় দেখিয়ে, স্পষ্ট বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − one =