লক্ষ্য ’২৪, ‘সবুজ সেনার সেনাপতি’, ‘যুবরাজ’ অভিষেককে সামনে রেখে নয়া গান তৃণমূলের

লক্ষ্য ’২৪, ‘সবুজ সেনার সেনাপতি’, ‘যুবরাজ’ অভিষেককে সামনে রেখে নয়া গান তৃণমূলের

কলকাতা: নজরে ২০২৪৷ লোকসভা নির্বাচনের আগে ছাত্র সংগঠনকে চাঙ্গা রাখতে প্রকাশ করা হল নতুন গান৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই নয়া গান প্রকাশ তৃণমূল ছাত্র পরিষদে৷ অ্যালবামের নাম ‘বাংলার যুবরাজ অভিষেক’৷ পাশাপাশি জোড় দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা বৃদ্ধিতেও৷ 

আরও পড়ুন- বঞ্চনার অভিযোগ তুলেও বঙ্গ ভঙ্গের দাবি খারিজ শুভেন্দুর, কড়া বার্তা বার্লা-সৌমিত্রকে

বিধানসভা ভোটে ময়দান কাঁপিয়েছিল খেলা হবে স্লোগান৷ এবার মিশন ’২৪-এর লক্ষ্যে বাঁধা হল নতুন গান৷ বিধানসভায় ২০০-র বেশি আসন দখল করলেও আগামীর লড়াইটা বেশ কঠিন৷ কারণ তৃণমূলের লক্ষ্য ২০২৪৷ নতুন লড়াইয়ে ছাত্রযুব সংগঠনকে আরও মজবুত করার পরিকল্পনা নিয়েছে ঘাসফুল শিবির৷ মাঠে ময়দানে নামিয়ে কাজ কাটাই লক্ষ্য৷ বিধানসভা ভোটে বিপুল জয়লাভের পর আত্মতুষ্টি নয়, বরং ছাত্র-যুবদের চাঙ্গা রাখতে নয়া গান আনা হল তৃণমূল ছাত্র পরিষদে৷ সেখানে তাঁদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

জিও সাওয়ান থেকে শুরু করে সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে শোনা যাবে এই গান। সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছতে করা হচ্ছে কলার টিউন, রিংটোনও। আজই এই গান প্রকাশ করা হচ্ছে৷ এই গানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবুজ সেনার সেনাপতি বলে উল্লেখ করা হয়েছে৷ ৪ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিয়োটিতে তুলে ধরা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে৷ রাখা হয়েছে বিভিন্ন জনসভায় তাঁর ভাষণের ক্লিপিংস৷ রয়েছে যশ বিদ্ধস্ত এলাকায় যাওয়ার ছবি৷ আছে বজ্রপাতে নিহতদের বাড়ি যাওয়ার ভিডিয়ো৷ 

আরও পড়ুন- উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা, আর কিছুক্ষণের মধ্যে ভিজতে চলেছে দক্ষিণও

২১-এর লড়াইয়ে সামনের সারিতে ছিল তৃণমূলের ছাত্রযুব সংগঠন৷ সেই সময় তাঁদের গান হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং৷ স্লোগান তো বটেই গানের কথাও ছিল খেলা হবে৷ এবার এল নয়া গান৷ ২০২৪-কে পাখির চোখ করে বিজেপি’র আইটি সেলের সঙ্গে টক্কর দিতে সোশ্যাল মিডিয়ায় এখন থেকেই সক্রিয়তা বাড়াচ্ছে তৃণমূল৷ নেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া যোদ্ধা৷ প্রতি জেলায় দল তৈরি করা হচ্ছে৷ এই দল থেকেই দেওয়া হবে প্রশিক্ষণ৷ দিল্ল দখলের লক্ষ্যে লোকসভা ভোটের আগে তৃণমূলের মুখে তাই ‘বাংলার যুবরাজ তোমায় জানাই সেলাম’৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 8 =