কলকাতা: শিমুরালি গ্রাম পঞ্চায়েতের অধীনে শিমুরালি স্টেশন সংলগ্ন আহেলী মার্কেটে উৎকর্ষ বাংলার অফিস ও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিনা বেতনে হাতে কলমে কাজ শেখার প্রশিক্ষণ শিবিরের আজ উদ্বোধন হল। উদ্বোধন করেন কারিগরি দফতরের কোঅরডিনেটর বিশাখা দাস চৌধুরী। এখানে মূল লক্ষ্য কর্মহীন অদক্ষ বেকার যুবক-যুবতীদের স্বাবলল্বী ও স্বনির্ভর করে তোলা।
আরও পড়ুন: দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়, অল্পের জন্য প্রাণ রক্ষা
তবে এই প্রশিক্ষণ শিবিরের মূল লক্ষ্য কী? জানা গিয়েছে, এখানে মূলত চারটি বিভাগে তিন থেকে চার মাসের হাতে কলমে কাজ শিখিয়ে স্বাবলম্বী করে তোলা হবে। কাছ শেখার পর তাদের হাতে শংশাপত্র তুলে দেওয়া হবে, যাতে ভবিষ্যতে তারা কিছু করে জীবিকা অর্জন করতে পারে। শিক্ষা গত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণি অর্থাৎ আঠারো থেকে পঁয়ত্রিশ বছরে মধ্যে ছেলে মেয়েরা হাতে কলমে শিক্ষা নিতে পারবে এখান থেকে।
কোন কোন বিষয় থাকছে শেখার জন্য? জানা গিয়েছে, হেলথ কেয়ার, ফুড এবং বেফারেজ, বিভিন্ন মলে সেলস্, এবং শেলাই মেশিনের কাজ থাকছে শেখার জন্য। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সদস্য তীব্র জ্যোতি দাস, জাকির হোসেন মন্ডল, গোপাল তামলি রজত দাস সহ আমন্ত্রিত অতিথি, শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। লোকাল প্রশাসন তাদের পাশে দাঁড়ানোর কথা বলে।
