ত্রিকোণ প্রেম: তরুণীকে উলঙ্গ করে মারধর প্রেমিকের বান্ধবীর! ভিডিও তুললেন পুরুষ বন্ধু

ত্রিকোণ প্রেম: তরুণীকে উলঙ্গ করে মারধর প্রেমিকের বান্ধবীর! ভিডিও তুললেন পুরুষ বন্ধু

শিলিগুড়ি: ফিল্মি কায়দায় লাথি মেরে বন্ধ ঘরের ঘরজা ভাঙা হল৷ কিছু বুঝে ওঠার আগেই শুরু কিল, চড়, ঘুসি৷ বিবস্ত্র করা হল তরুণীকে৷ ঘটনাটি যিনি ঘটাচ্ছিলেন তিনিও একজন তরুণী৷ এমনকি সঙ্গী পুরুষ বন্ধুকে দিয়ে অপর তরুণীর নগ্ন দেহের ভিডিও তোলা হল এবং সোশ্যাল সাইটে তা আপলোড করা হল৷ মারধর থেকে শুরু করে আপলোড, পুরো ঘটনায় অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে পুলিশের জালে দু’জন৷ বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ত্রিকোন প্রেমের জেরে ঘটনার সূত্রপাত৷ এক যুবক একই সঙ্গে দুই তরুণীর সঙ্গে প্রণয়ের অভিনয় করছিল৷ তারই জেরে এক প্রেমিকাকে উলঙ্গ করে মারধর করেন ওই যুবকের অন্য প্রেমিকা৷ এমনকি মারধর, ভাঙচুর ও তরুণীকে নগ্ন করার সেই দৃশ্য সঙ্গী পুরুষ বন্ধুকে দিয়ে মোবাইল বন্দী করিয়ে তা ভাইরাল করারও অভিযোগ উঠেছে ওই তরুণীর বিরুদ্ধে৷ পুলিশ জানিয়েছেস এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে৷ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ সূত্রের খবর, ঘটনাটি ঘটে গত ১০ অগাস্ট৷ মারধরের জেরে অসুস্থ হয়ে পড়েন ওই তরুণী৷ সুস্থ হয়ে ওঠার পর গত ১২ অগাস্ট এবিষয়ে থানায় অভিযোগ জানান তিনি৷ এরপরই শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্তে নেমে প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করে৷ অভিযুক্ত তরুণীর দাবি অনুযায়ী, ওই তরুণীর সঙ্গে ছিলেন আরও কিনজন৷ বাকি দু’জনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 7 =