ভারত-বাংলাদেশ সীমান্তে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগে চাঞ্চল্য

ভারত-বাংলাদেশ সীমান্তে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগে চাঞ্চল্য

 

নদিয়া: তৃণমূলের এক কর্মীকে সাত সকালে গুলি করে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে৷ নদীয়ার চাপড়া সীমান্তে রানাবন্ত এলাকার ঘটনা৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আশিক হালসোনা (১৯)৷ শুক্রবার রাত থেকে সে নিখোঁজ ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপড়ার রানাবন্ত এলাকার অদূরেই ভারত-বাংলাদেশ সীমান্ত৷ শনিবার সকালে বাড়ির কাছে একটি নয়নজুলির পাশে ওই কিশোরের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে ছিল৷ সকালে মাঠের কাজে যাওয়ার সময় স্থানীয়দের নজর আসে বিষয়টি৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ।

নিহত আশিকের পরিবারের দাবি, আশিক তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন৷ তাঁকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের৷ তবে কি কারণে খুন তা এখনও স্পষ্ট নয়। চাপড়া থানার পুলিশ সমস্ত ঘটনা খতিয়ে দেখছে৷ তবে সীমান্তে এহেন খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 11 =