শুভেন্দুর সঙ্গে বৈঠক! তুষার মেহতার অপসারণ চেয়ে মোদীকে চিঠি তৃণমূলের

শুভেন্দুর সঙ্গে বৈঠক! তুষার মেহতার অপসারণ চেয়ে মোদীকে চিঠি তৃণমূলের

কলকাতা: সলিসিটর জেনারেলের পদ থেকে তুষার মেহতার অপসারণ চেয়ে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠাল তৃণমূল৷ নারদ কাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী কী ভাবে সলিসিটার জেনারেলের সঙ্গে বৈঠক করতে পারেন, এই প্রশ্ন তুলে নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়েছেন তৃণমূলের তিন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দু শেখর রায় ও মহুয়া মৈত্র৷   

আরও পড়ুন- Fake Vaccination: সরকারের থেকে একাধিক উত্তর মেলেনি, সময় দিল হাইকোর্ট

এই চিঠিতে মূলত তুষার মেহতার অপসারণের দাবি জানানো হয়েছে৷ এর কারণ হিসাবে গতকালের ঘটনা তুলে ধরেছেন তৃণমূলের তিন সাংসদ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবার তুষার মেহতার বাড়ি গিয়ে বৈঠক করেন শুভেন্দু অধিকারী৷ প্রায় ২০ মিনিট ছিলেন সেখানে৷ কেন শুভেন্দু অধিকারী তুষার মেহতার বাড়িতে গিয়ে বৈঠক করলেন, চিঠিতে এই প্রশ্ন তোলা হয়েছে৷ পাশাপাশি বলা হয়েছে, শুভেন্দু অধিকারী নারদ কাণ্ডে অভিযুক্ত৷ নারদ কাণ্ডের তদন্ত  করছে সিবিআই৷ আর এই মামলায় হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থার হয় সওয়াল করছেন সলিসিটার জেনারেল তুষার মেহতা৷ এর পরেও কেন সিবিআই-এর আইনজীবীর বাড়িতে গিয়ে বৈঠক করলেন নারদ কাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ক? শুভেন্দু এই মামলাকে প্রভাবিত করতে পারেন বলেও চিঠিতে তৃণমূলের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷ 

আরও পড়ুন- করোনাকালে ব্যয় বেড়েছে বহুগুণ, তাই সরকারি খরচে রাশ টানার সিদ্ধান্ত রাজ্যের

এছাড়াও তৃণমূল সাংসদদের লেখা চিঠিতে সারদা-কাণ্ডের কথাও উল্লেখ করা হয়েছে৷ তাঁরা জানান, সারদা মামলায় মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের লেখা একটি খোলা চিঠিতে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করা হয়েছিল৷ যেখানে সুদীপ্ত সেন স্পষ্ট লিখেছেন, তাঁর থেকে টাকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ এই মামলার তদন্তও করছে সিবিআই৷ আর সিবিআই ও ইডির হয়ে আদালতে লড়ছেন তুষার মেহতা৷ এই দুই হেভিওয়েট মামলার তদন্ত কাঁধে নিয়ে কী ভাবে এক জন অভিযুক্তের সঙ্গে তুষার মেহতা বৈঠক করলেন তা নিয়েই প্রশ্ন উঠছে৷ এই দুই ঘটনার কথা উল্লেখ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তৃণমূল কংগ্রেসের তরফে চিঠি পাঠানো হয়েছে৷ উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেলের পর সলিসিটার জেনারেলের পদ হল দ্বিতীয় সর্বোচ্চ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হয়ে আইনি লড়াই করা আইনজীবী কী ভাবে এই মামলায় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বৈঠক করলেন? 

উল্লেখ্য, গতকাল কুণাল ঘোষ দুটি টুইট করে এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন৷ আজ লিখিত ভাবে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানাল হল তৃণমূলের তরফে৷ যেখানে তুষার মেহরার অপসারণ দাবি করা হয়েছে৷     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 1 =