আবারও অসাবধানতায় ঝরে গেল দুটো প্রাণ, কবে ফিরবে হুঁশ

আবারও অসাবধানতায় ঝরে গেল দুটো প্রাণ, কবে ফিরবে হুঁশ

 

দমদম: কিছুতেই যেন ফিরছে না হুঁশ৷ ফের অসাবধানতার বলি। ফের ট্রেনের ধাক্কায় মৃত্যু৷ শুক্রবার রাতে মর্মান্তিক দুর্ঘটনায় রেলে কাটা পড়ে মৃত্যু হল দু’জনের৷ ঘটনাটি ঘটেছে দমদম ও বেলঘরিয়া স্টেশনের মাঝে।

জানা গিয়েছে, দমদম ও বেলঘড়িয়া স্টেশনের মাঝে শিয়ালদহ মেন লাইনে বেলঘড়িয়া সিসিআর ব্রিজের নিচে আপ ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে । মৃতদের মধ্যে একজনের নাম সদানন্দ বণিক(২৬)৷ তিনি পেশায় গাড়ি চালক ছিলেন৷ অপর জনের নাম রাজু মণ্ডল(৩২)৷ পেশায় মৎস্য ব্যবসায়ী৷

স্থানীয়দের দাবি, মৃত দুজন যুবক রেললাইন পারাপার করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। সেই সময় আপ ট্রেন ঢুকছিল ওই লাইনে। তখনই ওই ট্রেন ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। ঘটনায় শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়। কিছুক্ষণের জন্য ওই লাইনের রেল চলাচল বন্ধ রাখা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷

এর আগেও গত সপ্তাহে এই লাইনে ট্রেন লাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয়েছিল এক কিশোরের৷ গুরুতর জখম হয়েছিলেন অপর দুই কিশোর৷ তার আগেও একাধিকবার দুর্ঘঠনা ঘটেছে৷ অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, অসাবধানতার জেরেই মৃত্যু৷ রেলের এক আধিকারিক আক্ষেপের সুরে বলছেন, মানুষের যদি হুঁশ না ফেরে তাহলে কি বা করার আছে বলুন? লাইন পারাপারের সময় প্রত্যেকেরই উচিত সতর্কতা অবলম্বন করা৷ ন্যূনতম সেটুকুও অনেকে পালন করছেন না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 7 =