পরিবারের দু’জন তৃণমূলে! ভোট আবহেই জোড়া ধাক্কা খেলেন অর্জুন

পরিবারের দু’জন তৃণমূলে! ভোট আবহেই জোড়া ধাক্কা খেলেন অর্জুন

কলকাতা: পুরসভার ভোট চলছে। বিধানসভা নির্বাচনের পর যে’কটা ভোট হয়েছে তার একটিতেও ভাল ফল করতে পারেনি বিজেপি। সেই চাপ তো আছেই। এরই মধ্যে আজ পরিবারের তরফ থেকেই বড় ধাক্কা খেলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তৃণমূল কংগ্রেসের নাম লেখালেন তাঁরই ভগ্নিপতি ও ভাইপো! অর্জুনের ভগ্নিপতি আর কেউ নন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং ও ভাইপো হলেন সৌরভ সিং।  

আরও পড়ুন- বিধানসভা অধিবেশন স্থগিত করে দিলেন রাজ্যপাল, ধনকড়ের টুইটে শোরগোল

যখন চার পুরসভার ভোট চলছে ঠিক সেই সময়েই আজ রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক এবং বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর উপস্থিতিতে শাসকদলে যোগ দেন এঁরা। এদের সঙ্গে বিজেপি নেতা আদিত্য সিংও যোগ দিয়েছেন তৃণমূলে। তাৎপর্যপূর্ণ ব্যাপার, আসন্ন পুরভোটে সুনীল গারুলিয়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছেন। আবার সৌরভও ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থ ছিলেন বিজেপির। তা সত্ত্বেও হঠাৎ এই দল বদল কেন তা বলতে গিয়ে সুনীল জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বিজেপিতে গিয়ে তিনি ভুল করেছিলেন। পাশাপাশি এও জানিয়েছেন যে, বিজেপির মনোনয়ন প্রত্যাহার করে দেবেন তিনি।  

প্রসঙ্গত, আগামী ২৭ তারিখ ১০৮ কেন্দ্রে পুরভোট রয়েছে। কিন্তু সেই ভোটের আগেই পরপর পুরসভা বিনা লড়াইতেই দখল করেছে তৃণমূল কংগ্রেস। বজবজ, সাইথিয়া, দিনহাটা তো ছিলই, সিউড়ি পুরসভাও তৃণমূলের দখলে চলে গিয়েছে। শহরের ২১টি ওয়ার্ডের মধ্যে ১৫ টিতেই বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছেন তৃণমূল প্রার্থীরা। জোর করে পুরসভা দখল করার অভিযোগ তোলা হয়েছে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। তবে এইসব কিছুই পাত্তা দিচ্ছে না শাসক শিবির। তাদের দাবি, এই জয় মানুষের জয়। এও বলা হচ্ছে, বিরোধী প্রার্থীদের ভুল বুঝিয়ে মনোনয়ন দেওয়ানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − two =