আনিস কাণ্ডে দুই পুলিশকর্মী গ্রেফতার! জানালেন মমতাই

আনিস কাণ্ডে দুই পুলিশকর্মী গ্রেফতার! জানালেন মমতাই

কলকাতা: আনিস খান মৃত্যুকাণ্ডে গ্রেফতার দুই পুলিশ কর্মী। নবান্নে এদিন সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, নিরপেক্ষ তদন্তের স্বার্থে ২ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। এদিন মমতা জানান, বাংলার সরকার কোনও বেআইনি কাজ মেনে নেবে না। যদি কোনও অভিযোগ সত্যি প্রমাণিত হয় তাহলে সরকার পদক্ষেপ গ্রহণ করবে। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, আইন আইনের পথে চলবে, তদন্ত তদন্তের মতো এগোবে। তিনি কোনও তদন্ত প্রক্রিয়ায় ঢুকতে চান না বলেও এদিন স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থেই দু’জন পুলিশ কর্মীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন- ছেলের দেহ কবর থেকে তোলা হোক, চান না বাবা, দ্বিতীয়বার ময়নাতদন্তে আপত্তি

সাসপেন্ড হওয়া পুলিশ কর্মীদের মধ্যে এক জন এএসআই (নির্মল দাস), এক জন কনস্টেবল (জিতেন্দ্র হেমব্রম) রয়েছেন। সাসপেন্ড করার রীতি নেই বলে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে হোমগার্ড (কাশীনাথ বেরা) কে। যে রাতে আনিস খুন হন সেই রাতেই এই তিন জন থানার খাতায় সই করে প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে নিয়ে রাউন্ডে বেরিয়েছিলেন। আনিসকে তাঁরাই ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিলেন বলে অভিযোগ। যদিও এই ব্যাপারটি এখনও প্রমাণ সাপেক্ষ। এদিকে জানা গিয়েছে, ভবানী ভবনে তলব করা হয়েছে সাসপেন্ড হওয়া তিন পুলিশ কর্মী এবং এক জন সিভিক পুলিশকে। এই পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয়েছে বলে খবর।  

অন্যদিকে, সিট তদন্তভার হাতে নেওয়ার পর জানা গিয়েছিল যে, আনিসের দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হবে। কারণ ময়নাতদন্ত নিয়ে কারচুপির অভিযোগ ছিল তার পরিবারের। কিন্তু এখন এই ময়নাতদন্তে আপত্তি জানালেন আনিসের বাবা। তিনি চান না ছেলের দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত হোক। তবে এক্ষেত্রে শর্ত রেখেছেন তিনি। সিটকে তিনি জানিয়েছেন, আদালতের নির্দেশ ছাড়া ছেলের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তে নারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =