কুলপি: আধার কার্ডে অনেক সময়ই নামের বানান ভুল আসে৷ জন্মতারিখ ভুলও আসে আকছাড়৷ আধার কার্ডের সেই সব ভুল সংশোধনের পদ্ধতিও রয়েছে৷ তা হলে দুই বোনের আধার কার্ডে একই নম্বর! এ কী ভাবে সম্ভব? হ্যাঁ, এমনটাই ঘটল দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের রামকৃষ্ণপুর গ্রামে৷ এক বোনের নাম জয়শ্রী বিজলি ও অপরজন বনশ্রী বিজলি। তাঁদের দু’জনেরই আধার কার্ডের নম্বর এক৷ সে কারণেই এক বোন ভ্যাকসিন নিতে পারেননি৷ বন্ধ হয়েছে রেশন৷ এতদূর তবুও মানিয়ে নিচ্ছিলেন তাঁরা৷ তবে ছোট বোন উচ্চ মাধ্যমিক পাশ করার পরই যত বিপত্তি৷ কলেজে ভর্তি হতে গিয়ে পড়লেন সমস্যায়। কলকাতা থেকে রাঁচি, ছোটাছুটি করেও লাভ হয়নি৷
বড় বোন জয়শ্রী বিবাহিত৷ ২০১৭ সালে তার আধার কার্ড তৈরি হয়। তার আগে ২০১৩ সালে বনশ্রীর আধার কার্ড তৈরি হয়। প্রথমে বিষয়টি তাদের নজরে আসেনি। পরে সরকারি পরিষেবা নিতে গেলেই সমস্যার সৃষ্টি হয়৷ জানা যায় দুই বোনের আধার নম্বর হুবহু এক। কুলপির বিডিও সৌরভ গুপ্ত এই ঘটনার কথা জানতে পেরে বিস্মিত হয়ে যান। তিনি জানান, বিষয়টি কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট দফতরের অধীন। ওই পরিবার তাঁর কাছে এলে তিনি সমাধানের চেষ্টা করবেন।