শিক্ষার বাবার পিন্ডিও চটকেছেন! ফের আক্রমণ উদয়নের, এবার কাকে

শিক্ষার বাবার পিন্ডিও চটকেছেন! ফের আক্রমণ উদয়নের, এবার কাকে

কলকাতা: সিপিএম আমলে দুর্নীতিতে যুক্ত ছিলেন বাবা। সম্প্রতি বাম সরকারকে আক্রমণ করতে গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী কমল গুহর পুত্র তথা বর্তমান সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর এই মন্তব্য নিয়ে কার্যত শোরগোল শুরু হয়েছে। এই আবহে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূল। এবার আরও বিস্ফোরক মন্তব্য করেন উদয়ন। তাঁর নিশানায় অন্য এক বাম নেতা মহম্মদ সেলিম। 

আরও পড়ুন- বেতন, সামাজিক সুরক্ষা নেই! ধর্নামঞ্চে অসুস্থ এক আন্দোলনকারী, সরকারকে হুঁশিয়ারি NSQF-এর

উদয়ন গুহের মন্তব্যের তীব্র নিন্দা করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর বক্তব্য ছিল, লোকে মৃত বাবার পিণ্ড দান করেন। উনি বাবার পিণ্ডি চটকাচ্ছেন। যদিও সরাসরি কোনও নাম নেননি তিনি। কিন্তু সেলিমের এই মন্তব্যের পর ফেসবুক পোস্ট করে প্রত্যক্ষভাবে সিপিএম নেতার নাম নিয়ে বড় মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী। উদয়ন লিখেছেন, ”আজ সেলিমের জন্য, এরা সবাই ৩য় বিভাগে পাস করে প্রা:শিক্ষিকের চাকরি করেছেন। সনাতন সাহা, বিমল দাস, অঞ্জলি সেন, মলয় রায়, মলয় গুহ নিয়োগী। পর পর আরও আসবে। সেলিম আপনারা শুধু নিজের বাবার নয়, শিক্ষার বাবারও পিন্ডি চটকিয়েছেন।” স্বাভাবিকভাবেই এখন উদয়ন-সেলিম বাকযুদ্ধ নিয়ে সরগরম বাংলার রাজনীতি।