ওমিক্রন আতঙ্কের মাঝেই কলকাতা বিমানবন্দরে করোনা আক্রান্ত ব্রিটেন ফেরত যাত্রী

ওমিক্রন আতঙ্কের মাঝেই কলকাতা বিমানবন্দরে করোনা আক্রান্ত ব্রিটেন ফেরত যাত্রী

কলকাতা: ওমিক্রন আতঙ্কের মাঝেই কলকাতায় চাঞ্চল্য৷ কলকাতা বিমানবন্দরে করোনা আক্রান্ত ব্রিটেন ফেরত রোগিনী৷ ওই রোগিনী আলিপুরের বাসিন্দা৷ করোনা রিপোর্ট পজেটিভ আসার পরেই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- ক্রমেই আবহাওয়ার উন্নতি, শনিবার থেকেই হয়তো জাঁকিয়ে বসবে শীত

স্বাস্থ্যদফতরের তরফে ইতিমধ্যেই বিধিনিষেধ জারি করা হয়েছে যে, ওমিক্রনের প্রভাব যে সকল দেশে ছড়িয়ে পড়েছে, সেই সব দেশ থেকে আগত যাত্রীদের কলকাতা বিমানবন্দরেই কোভিড টেস্ট করা হবে৷ সেই টেস্ট করতে গিয়েই এই প্রথম কলকাতায় কোনও বিদেশ ফেরত যাত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলল৷ ১৮ বছরের ওই তরুণীর করোনা রিপোর্ট পজেটিভ হওয়ার পরেই তাঁকে স্বাস্থ্য দফতর ও বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বেলেঘাটা আইডি হাসপাতালে আসার পরামর্শ দেওয়া হয়েছে৷ পাশাপাশি এও বলা হয়েছে ব্রিটেন ফেরত ওই তরণীর নুমনা প্রথমে ট্রপিকাল মেডিক্যালে পাঠানো হবে৷ সেই নমুনা থেকে ডিএনএ-আরএনএ নিয়ে তা পরীক্ষার জন্য কল্যাণীতে পাঠানো হবে৷ 

ওই তরুণীকে কোথায় ভর্তি করা হবে, তা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা চলছে৷ তাঁকে বেলেঘাটা আইডি-তে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হলেও, তিনি সেখানে যেতে ততটা আগ্রহী নন বলে জানা গিয়েছে৷ অন্যদিকে স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে, ওমিক্রন আক্রান্ত দেশ থেকে কোনও যাত্রী করোনা আক্রান্ত হলে, তাঁকে বেলেঘাটা আইডি-তে পাঠানো হবে৷ সেখানে ওমিক্রন আক্রান্তদের জন্য দুটি ওয়ার্ড তৈরি রাখা হয়েছে৷ ২৫ বেডের মেল ও ২৫ বেডের মেল ওয়ার্ড রয়েছে৷ তবে ওই রোগিনী বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চান কিনা, তা নিয়ে আলোচনা চলছে৷ তবে করোনা আক্রান্ত ওই তরুণী আপাতত আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + nineteen =