কলকাতা: করোনাকালে কাজ হারিয়ে বহু মানুষ বেকার হয়েছেন৷ অনেকের আবার কোপ পড়েছিল বেতনে৷ সঙ্গীন হয়েছিল দেশের অর্থনীতি৷ সই পর্ব কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশ৷ একদল যখন বেঁচে থাকার প্রবল লড়াই চালাচ্ছে, অন্যদলের হাতে তখন অঢেল অর্থ৷ অতি ধনীর সংখ্যা বেড়েছে খাস কলকাতাতেও৷ বলে রাখা ভালো যাঁদের অর্থ ২২৬ কোটি বা তার বেশি, তাঁরাই রয়েছেন এই অতিধনীর তালিকায়৷ বিগত কয়েক বছর ধরেই এই তালিকার শ্রীবৃদ্ধি ঘটছে৷ ২০২৬ সালের মধ্যে এই তালিকা আরও দীর্ঘ হবে বলেই অনুমান৷
আরও পড়ুন- ‘হকি খেলে’ পাঁচে পাঁচ কেষ্টার! সকাল থেকেই অনুব্রত ব্যস্ত পুজোপাঠে
সমগ্র দেশের পাশাপাশি কলকাতাতেও বেড়েছে অতিধনীর সংখ্যা৷ ২০১৬ সালে যেখানে কলকাতায় অতিধনীর সংখ্যা ছিল ১১৯ জন৷ ২০২১ সালে সেই সংখ্যা পৌঁছয় ২৫৭-তে৷ অর্থাৎ এই পাঁচ বছরের ব্যবধানে কলকাতায় ১৩৮ জন ব্যক্তি নতুন করে ২২৬ কোটি টাকার মালিক হয়েছেন। তবে অতিধনীর সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে বাণিজ্যনগরী মুম্বইয়ে৷ আরব সাগরের পাড়ের এই শহরে ২২৬ কোটির বেশি সম্পত্তি রয়েছে ১,৫৯৬ জনের৷ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ৷ দক্ষিণের এই শহরে অতিধনীর সংখ্যা ৪৬৭ জন৷ এমনটাই জানাচ্ছে নাইট ফ্রাঙ্কের রিপোর্ট৷
অতিধনীর পাশাপাশি রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে ধনকুবেরের সংখ্যাও৷ ২০২১ সালের নিরিখে দেশে বিলিয়নেয়রের সংখ্যা বেড়েছে৷ ধনকুবেরের তালিকায় বিশ্বে তিন নম্বর স্থানে রয়েছে ভারত। তার আগে রয়েছে একমাত্র আমেরিকা ও চিন। আমেরিকায় ২০২১ সালে ধনকুবেরের সংখ্যা রয়েছে ৭৪৮, চিনে ৫৫৪৷ আর ভারতে এ সংখ্যাটা ১৪৫৷
ভারতের শহরগুলির মধ্যে অতিধনীর সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে বেঙ্গালুরুতে৷ কর্ণাটকের রাজঘানীতে ১৭.১ শতাংশ বেড়েছে অতি ধনী ব্যক্তির সংখ্যা৷ দিল্লিতে বৃদ্ধির হার ১২.৪ শতাংশ ও মুম্বইতে বৃদ্ধি ৯ শতাংশ। বেঙ্গালুরুতে নতুন করে ধনীর তালিকায় ঢুকে পড়েছে ৩৫২ জন৷ দিল্লিতে ২১০ জন আর মুম্বইতে ১,৫৯৬ জন নতুন ধনী৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>