BREAKING: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে ফের স্থগিতাদেশ হাইকোর্টের

BREAKING: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে ফের স্থগিতাদেশ হাইকোর্টের

 

কলকাতা: ফের থমকে গেল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ হবে৷ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর প্রকাশিত হয় মেধাতালিকা৷ সেই তালিকায় গুচ্ছ অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা৷ আজ ওই মামলার শুনানিতে বড়সড় ধাক্কা খেল রাজ্য৷

রাজ্যের উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে ফের স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট৷ মামলার শুনানির পর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগের উপর স্থগিতাদেশ নেব বলে খবর৷ আগামী ৯  জুলাই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা৷ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত গোটা নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকবে বলে জানিয়ে দিয়েছে আলালত৷

উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের তালিকা নিয়ে  অসন্তোষ তৈরি হয়েছিল চাকরিপ্রার্থীদের মধ্যে৷ বহু চাকরিপ্রার্থীর অভিযোগ, বাতিল হওয়া  পুরোনো  মেধা তালিকা তাঁদের নাম থাকলেও নতুন করে প্রকাশিত হওয়া তালিকায় বহু প্রার্থীর নাম ওঠেনি৷ কেন এই ঘটনা? স্কুল সার্ভিস কমিশনের দফতরের ইতিমধ্যেই বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা৷ বিক্ষোভ চললেও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি স্কুল সার্ভিস কমিশন৷ ইন্টারভিউয়ের তালিকায় অস্বচ্ছতার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা৷ আজ ছিল মামলার শুনানি৷

এর আগে কমিশনের তরফে মেধা তালিকা প্রকাশ করা হয়৷ সেখানেও ওঠে অস্বচ্ছতার অভিযোগ৷ কলকাতা হাইকোর্ট গোটা প্রক্রিয়া বাতিলের দেয়৷ নিয়োগে উপর জারি হয় স্থগিতাদেশ৷ এরপর নতুন তালিকা প্রকাশিত হলেও ওঠে অস্বচ্ছতার অভিযোগ৷ প্রার্থীদের অভিযোগ, কম নম্বর নিয়েও কেন ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন৷ নম্বর বেশি থাকা সত্ত্বেও বহু প্রার্থীকে ডাকা হয়নি বলেও অভিযোগ৷ রিজার্ভ ক্যাটেগরিতে যাঁদের নাম থাকার কথা নয়, তাঁদেরও নতুন তালিকায় স্থান দেওয়া হয়েছে বলেও তোলা হয় অভিযোগ৷ মূলত এর বিরুদ্ধে দায়ের হয় মামলা৷

২০১৪ সালের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়৷ ২০১৬ সালে গ্রহণ করা হয় আবেদন৷ ২০১৯ সালে নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা অভিযোগ ওঠে ভেরেফিকেশন প্রক্রিয়া ঘিরে৷ ২০২০ সালের ১১ ডিসেম্বর উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট৷ নতুন তালিকা নিয়ে এবার দেখা দিল দুর্নীতির অভিযোগ৷ উঠেছে দুর্নীতি এবং স্বজনপোষণের চূড়ান্ত অভিযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + seventeen =