ভাইরাল জ্বরের হানা হাইকোর্টেও, অসুস্থ বেশ কয়েকজন বিচারপতি

ভাইরাল জ্বরের হানা হাইকোর্টেও, অসুস্থ বেশ কয়েকজন বিচারপতি

কলকাতা: বছরের এই সময়টা এমনই ভালো যায় না। সিজন চেঞ্জের এই আবহে রোগভোগ লেগেই থাকে। আর ভাইরাল জ্বর তো সাধারণ বিষয়। তবে ডেঙ্গি, ম্যালেরিয়ায় ঝুঁকিও যে আছে তা বলাই বাহুল্য। এই জ্বরের হানা থেকে রক্ষা পায় না কোনও বয়সের মানুষই। আবার নির্দিষ্ট কোনও এলাকাতেই যে জ্বর-জারি হবে এমনটা নয়। জ্বরের হানা থেকে বাদ যায়নি কলকাতা হাইকোর্টও। জানা গিয়েছে, একাধিকজন বিচারপতি এই মুহূর্তে অসুস্থ। তাই আইনজীবীদের সতর্ক থাকতে বলা হচ্ছে। 

আদালত সূত্রে খবর, শেষ কয়েকদিনে ৭-৮ জন বিচারপতি জ্বরে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে আছেন খোদ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। মাঝে ভার্চুয়াল শুনানিতে বসেন তিনি কিন্তু আজ আবার এজলাসে আসেন। সেখানেই তিনি নিজে জ্বরে আক্রান্ত হওয়ার কথা জানান। একই সঙ্গে বাকি বিচারপতিদের অবস্থা সম্পর্কেও অবগত করেন সকলকে। তবে শুধু যে বিচারপতিরা আক্রান্ত হয়েছেন জ্বরে এমনটা নয়। বেশ ক’জন হাইকোর্টের কর্মীও জ্বরে কাবু হয়েছেন। অনেকেরই গলা ব্যাথা, জ্বর, গায়ে হাতে যন্ত্রণা রয়েছে। তাই একসঙ্গে অনেকজনকে ছুটিও নিতে হয়েছে একই সময়ে। 

এমনিতেই রাজ্যজুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তা নিয়ে নানারকম পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। এছাড়া আলাদা করে সকলকে সতর্ক এবং সচেতন থাকতেও বলা হচ্ছে। কোথাও যাতে জল না জমে বা মশার বাড়বাড়ন্ত না হয় তার দিকে নজর দিতে বলা হচ্ছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + five =