মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস ধরালেন বিবেক অগ্নিহোত্রী! কী অভিযোগ তাঁর

মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস ধরালেন বিবেক অগ্নিহোত্রী! কী অভিযোগ তাঁর

কলকাতা: রাজনৈতিক মহলে এই মুহূর্তে একটি ছবি ঘিরে যত আলোচনা চলছে। তা হল ‘দ্য কেরালা স্টোরি’। আপাতত তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হয়েছে এই সিনেমা। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে তিনি বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়েও মন্তব্য করেন। এবার সেই প্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস ধরালেন পরিচালক। এই নিয়ে টুইটও করেছেন তিনি। 

উপরিউক্ত দুই ছবিকেই বিজেপির ‘প্রোপাগান্ডা’ ছবি বলে তোপ দাগছে বিরোধীরা। গতকাল নবান্ন থেকে এই বিষয়ে কথা বলতে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন যে, এইসব ধরণের ছবি তৈরি করে অশান্তি ছড়ানো হচ্ছে, উস্কানি দেওয়া হয়েছে। কেন ‘কাশ্মীর ফাইলস’ তৈরি করতে হলে সেই প্রশ্নও তোলেন তিনি। এবার তাঁর তৈরি সিনেমা নিয়ে এই ধরনের মন্তব্য করায় মমতাকে নোটিস পাঠালেন বিবেক অগ্নিহোত্রী। টুইট করে পরিচালক দাবি করেছেন, মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা সত্যি নয়। তাই তাঁর ক্ষমা চাওয়া উচিত। বিবেকের এও দাবি, মুখ্যমন্ত্রীকে সাংবাদিক সম্মেলন করে সেই মন্তব্য প্রত্যাহার করতে হবে। না হলে তাঁরা আইনি পথে হাঁটবেন। তবে একা পরিচালক নন, ওই ছবির সঙ্গে জড়িত অভিষেক আগরওয়াল ও পল্লবী যোশী একসঙ্গেই এই নোটিস দিয়েছেন। 

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ‘দ্য কেরালা স্টোরি’ ছবি প্রসঙ্গে বলেছিলেন, একটি সম্প্রদায়কে হেনস্তা করার জন্য এইসব করা হচ্ছে। আগে ‘কাশ্মীর ফাইলস’ তৈরি করা হল, এখন ‘দ্য কেরালা স্টোরি’। অসত্য এবং বিকৃত কাহিনী দেখিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে তোপ দাগেন তিনি। তাঁর কথায়, জাতিগত ও ধর্ম নিয়ে বিভাজন ও বৈষম্য সৃষ্টির চেষ্টা করা হয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *