মোট ৮ হাজার ১৬০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ, ভোট গণনা শুরু

মোট ৮ হাজার ১৬০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ, ভোট গণনা শুরু

কলকাতা: ১০৮ পুরসভার ভোট গণনা শুরু হয়ে গেল। গত রবিবার এই ভোট হয়েছিল যে ভোট নিয়ে বিরোধীদের বিস্তর অভিযোগ রয়েছে। তবে তাদের কোনও অভিযোগ পাত্তা দেয়নি তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশ সাংবাদিক বৈঠক করে দাবি করেছিল যে আপাত শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তবে বিজেপি ভোটে হিংসার অভিযোগ তুলে ১২ ঘণ্টার বনধ ডেকেছিল। তাতে অবশ্য কোনও লাভ হয়নি।

আরও পড়ুন- সম্মুখ সমরে রাশিয়া-ইউক্রেন, এই যুদ্ধের নেপথ্য কারণ কী?

ভোট হওয়ার অনেক আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা, বজবজ, সিউড়ি, সাইথিয়া দখলে চলে গিয়েছে শাসক দলের। ১০৮ পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা ২ হাজার ২৭৭ টি। এর মধ্যে ১০৩টিতে শাসকদল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে। আর বাকি যেগুলি রয়ে গেল তার মধ্যে ১৩ পুরসভায় এখনই এগিয়ে তৃণমূল। সব মিলিয়ে মোট প্রার্থী ৮ হাজার ১৬০ জন যাদের ভাগ্য নির্ধারিত হবে আজ। কমিশন সূত্রে খবর, সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ১৮ রাউন্ড পর্যন্ত গণনা হবে। গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উত্তর ২৪ পরগনার তিনটি ওয়ার্ডে ভোটগ্রহণ হয়নি। আইনি জটিলতায় ভোট হয়নি ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডে। ওদিকে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত হয়ে যায় দমদমের ৪ নম্বর এবং দক্ষিণ দমদমের ২৯ নম্বর ওয়ার্ডে। সব মিলিয়ে ফলাফল কোন দিকে যায় তাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − three =