কড়া নিরাপত্তাবলয়ে চার পুননিগমে শুরু ভোট গণনা

কড়া নিরাপত্তাবলয়ে চার পুননিগমে শুরু ভোট গণনা

কলকাতা: সকাল ৮টা থেকে শুরু চার পুরনিগমের ভোট গণনা৷ প্রতিটি গণনাকেন্দ্রেই রয়েছে সিসি ক্যামেরার নজরদারি৷ গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি ১৪৪ ধারা৷ ১২ ফেব্রুয়ারি চার পুরনিগম  বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়িতে ভোট হয়৷ আজ এই চার পুরনিগমেই চূড়ান্ত ফলাফল ঘোষণা। 

আরও পড়ুন- প্রেমের মাসে ফের গাঁটছড়া বাঁধলেন মদন, জানেন পাত্রী কে?

বিধাননগর পুরনিগমে রয়েছে ৪১ টি ওয়ার্ড৷  সেখানে ২০৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ৷ এই পুরনিগমে ভোটার সংখ্যা ৪ লক্ষ ৪৬ হাজার। বিধাননগর কলেজে রয়েছে স্ট্রং রুম। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের বিধাননগর কলেজে শুরু হয়েছে ভোট গণনা।  পাশাপাশি ভোট গণনা শুরু হয়েছে শিলিগুড়ি পুরনিগমেও। ৪৭ টি ওয়ার্ড সমন্বিত শিলিগুড়ি পুরনিগমে ২০০ জন প্রার্থী রয়েছেন৷ ভোটার সংখ্যা ৪ ক্ষ ২ হাজার। শিলিগুড়ি কলেজে তৈরি হয়েছে স্ট্রিং রুম৷ চলছে ভোট গণনা৷ শিলিগুড়ি কলেজ চত্বর এবং স্ট্রং রুমে কড়া নিরপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

ভোটগণনা চলছে আসানসোল এবং চন্দননগর পুরনিগমেও। চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরে শ্রী কুমার ভট্টাচার্য্য ভবনের দুটি হলে ২০ টি টেবিলে ভোট গণনা হবে। গণনা কেন্দ্রের আশেপাশে জারি করা হয়েছে ১৪৪ ধারা৷  মোট ৬-১১ রাউন্ড ভোটগণনা হবে বলে খবর। ভাগ্য নির্ধারণ হবে ১১৭ জন প্রার্থীর। এই চার পুরনিগমের মধ্যে সবচেয়ে বড় হল আসানসোল পুরনিগম। এখানে ১০৬ টি ওয়ার্ড রয়েছে। মোট ২২ রাউন্ড ভোটগণনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + nine =