৩০ এপ্রিলের মধ্যে সব পুরসভায় ভোট, হাইকোর্টে জানাল রাজ্য

৩০ এপ্রিলের মধ্যে সব পুরসভায় ভোট, হাইকোর্টে জানাল রাজ্য

কলকাতা:  ঘোষণা হয়ে গিয়েছে কলকাতা পুরভোটের নির্ঘণ্ট৷ এদিকে  বিজ্ঞপ্তি প্রকাশ হতেই প্রধান বিারপতির দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি’র আইনজীবীরা৷ এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়  প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানান, ৩০শে এপ্রিলের মধ্যে সব পুরসভার নির্বাচন শেষ করা হবে৷  

আরও পড়ুন- ১৯ ডিসেম্বর শুধুমাত্র কলকাতায় পুরভোট, বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

অ্যাডভোকেট জেনারেল আরও জানান, আজকের মধ্যে বিজ্ঞপ্তি জারি না হলে ১৯ তারিখের মধ্যে নির্বাচন করা সম্ভব নয়। এছাড়া করোনার কথা মাথায় রেখেই আমরা ‘টেস্ট কেস’ হিসাবে কলকাতা পুরসভার নির্বাচন করে দেখতে চাই৷ তিনি জানান,  শুধুমাত্র কলকাতা পুরসভার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইতিমধ্যেই হলফনামা জমা দেওয়া হয়েছে। সেখানে শুধু কলকাতা পুরসভার উল্লেখ আছে।

এদিকে, পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হতেই  প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি’র আইনজীবীরা৷ বিরোধী পক্ষের আইনজীবী বলেন, রাজ্য নির্বাচন কমিশন আদালতে কথা দিয়েছিল আদালতকে না জানিয়ে তারা নির্বাচন নিয়ে কোনও পদক্ষেপ করবে না। আদালতের কাছে নির্বাচন কমিশনের আইনজীবীরা বলেছিলেন, আদালত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান৷ অত্যন্ত সম্মানীয়৷ পাশাপাশি নির্বাচন কমিশনও একটা সাংবিধানিক প্রতিষ্ঠান ও সম্মানীয়৷ ফলে একে অপরের সম্মানহানী হয় এই ধরনের কোনও কাজই তারা করবেন না৷ এই মামলা এখনও বিচারাধীন৷ সেই অর্থে বিচারপর্ব শুরুই হয়নি৷ এর পরেও আদালতকে না জানিয়েই বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন৷ 

এদিন বিচারপতি বলেন, আপনাদের অভিযোগ জানিয়ে উপযুক্ত আবেদন করুন৷ সোমবার মামলার শুনানির সময় বিষয়টি বিবেচনা করা হবে। সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =