যুদ্ধ আবহে আরও ফুলে ফেঁপে উঠেছেন এই ভারতীয় ধনকুবের, কীভাবে জানেন?

যুদ্ধ আবহে আরও ফুলে ফেঁপে উঠেছেন এই ভারতীয় ধনকুবের, কীভাবে জানেন?

মুম্বই:  পঁচাত্তর দিন পার করল ইউক্রেন-রাশিয়ার সংঘাত। একদিকে যখন মনে করা হচ্ছিল যে যুদ্ধ শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই শেষমেষ দুই দেশই শান্তির বার্তা নিয়ে আলোচনার টেবিলে বসবে বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টোটা। দিন যত এগিয়েছে তত আরও ভয়ঙ্কর হয়েছে যুদ্ধ। ইউক্রেনে আরও বেড়েছে রুশ সংঘাতের তীব্রতা। এই দুই দেশের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে যখন চিন্তিত সারা বিশ্ব, ঠিক তখনই সামনে আসছে একটি পরিসংখ্যান। জানা যাচ্ছে ইউক্রেনে চলা রাশিয়ার হামলা এবং দুই দেশের মধ্যে চলা সংঘাতের জেরে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রির মুনিফা আরও বৃদ্ধি পেয়েছে। একেই বলে কারও সর্বনাশ, কারও পৌষ মাস।

জানা যাচ্ছে সবকিছুর মূলেই রয়েছে রাশিয়ার অপরিশোধিত তেল। একদিকে যখন  ইউক্রেনের উপর সমস্ত আন্তর্জাতিক সম্পর্ক এবং চুক্তি লঙ্ঘন করে  যুদ্ধ ঘোষণা করায় রাশিয়াকে কার্যত কোণঠাসা করে দিয়েছে ইউরোপীয় দেশগুলো তখন সেই রাশিয়ার কাছ থেকে কার্যত জলের ধরে অপরিশোধিত তেল কিনছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পরিসংখ্যান বলছে মূলত সেই কারণেই গত তিন মাসে কোম্পানির মুনাফা ২২ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ১৬২ বিলিয়নে পৌঁছেছে।

 এই মুহূর্তে রিলায়েন্সের দুটি শোধনাগার রয়েছে যা থেকে প্রত্যেকদিন ১.৪ মিলিয়ন ব্যারেল তেল পরিশোধন করা যেতে পারে। সাম্প্রতিককালের রিলায়েন্স তাই শোধনাগারের রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন বন্ধ রেখেছে এবং তেল পরিশোধনেই  সমস্ত মনোনিবেশ করেছে যাতে এই যুদ্ধজনিত পরিস্থিতির পুরো ফায়দা তোলা যায়। আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম আগুন তখন পরিস্থিতি নিজেদের অনুকূলে রাখতে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে আম্বানি সংস্থার তরফ থেকে। আর তাতেই যুদ্ধ আবহে কার্যত বাজিমাত করেছে ভারতীয় এই ধনকুবের।

 তবে একা রিলায়েন্স ইন্ডাস্ট্রির নয়, এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতির ফায়দা নিয়েছে তেল পরিশোধনের সঙ্গে যুক্ত ভারতীয় প্রত্যেকটি সংস্থা। কারণ আমেরিকা এবং তার সহযোগী রাষ্ট্রগুলি এই মুহূর্তে পুতিনকে এক ঘরে করে রাশিয়া তেল কেনার উপর যখন নিষেধাজ্ঞা জারি করেছে তখন ভারত কার্যত জলের তলে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি করার সুযোগ পাচ্ছে। ভারতের উপরে এখনও পর্যন্ত এ ধরনের কোনও নিষেধাজ্ঞা জারি না থাকায় এবং দেশের মোট চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় রাশিয়ার কাছ থেকে তেল কিনতে আমাদের দেশের কার্যত কোনও অসুবিধা হচ্ছে না। এমতাবস্তায় তেল পরিশোধনের উপরে নজর রেখেই ধনি থেকে ধনিতর হচ্ছে সংস্থাগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =