কলকাতা: রাজ্যের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ঐতিহাসিক পদযাত্রার দিন বাকি মাত্র কয়েকটি। শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। আয়োজকরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মূখ্য সচিবের কাছে লিখিত আবেদনপত্র জমা দিয়েছেন, আগামী ২৪ অক্টোবর পদযাত্রার শেষ দিনে সাক্ষাতের আর্জি জানিয়েছেন তাঁরা।
পূর্ণাঙ্গ রুট ম্যাপ পুলিশের কাছে
কোচবিহার থেকে নবান্ন পর্যন্ত পদযাত্রার পূর্ণাঙ্গ রুট ম্যাপ এবং কর্মসূচির বিবরণ ইতিমধ্যেই রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এবং পদযাত্রার রুটে থাকা জেলার পুলিশ SP -দের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের স্বাস্থ্য সচিবের দফতর থেকে পদযাত্রায় অংশগ্রহণকারী শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থার অঙ্গিকার গ্রহণ করা হয়েছে।
রাজ্য যখন শারদ উৎসবের আনন্দে মেতেছে, ঠিক সেই সময়ে শিক্ষক কর্মীরা West Bengal Health Scheme (WBHS)-এ অন্তর্ভুক্তির দাবিতে রাস্তায় নেমে আসবেন। প্রশাসনের উপর চাপ বাড়বে, এমনটাই মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।
WBHS-এ অন্তর্ভুক্ত করাই দাবি WBHS Inclusion Teachers
আয়োজকদের পক্ষ থেকে অনুপ কুমার সাহু জানান, “আমাদের একমাত্র উদ্দেশ্য এবং দাবি, পশ্চিমবঙ্গের প্রতিটি কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা-শিক্ষাকর্মীকে WBHS-এ অন্তর্ভুক্ত করা। এই ন্যায্য দাবিকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যে কোনো স্তর পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। যে মুহূর্তে আমাদের দাবিকে মান্যতা দেওয়া হবে, সেই মুহূর্তেই নির্বাচিত প্রশাসনকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমরা কর্মসূচি শেষ করব। আমাদের এই পদযাত্রা থেকে অন্য কিছুই প্রাপ্তির আশা নেই।”
বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই পদযাত্রা রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে সর্তকতা তৈরি করেছে। শিক্ষকদের এই আন্দোলন কোন পথে মোড় নেবে, তা এখন সবাই নজর রাখছে।
Bengal: West Bengal teachers and staff begin a long march from Cooch Behar to Nabanna, demanding inclusion in the WBHS (Health Scheme). Organizers seek a meeting with the CM on Oct 24, intensifying pressure on the government amidst the festive season and before state elections.










