গরমের ব্যাটিং চলছেই, কেমন থাকবে সপ্তাহের প্রথম দিনের আবহাওয়া?

গরমের ব্যাটিং চলছেই, কেমন থাকবে সপ্তাহের প্রথম দিনের আবহাওয়া?

কলকাতা: তীব্র গরম, সঙ্গে অসহনীয় অসহনীয় আপেক্ষিক আদ্রতা। সবে মিলে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরম জ্বালায় নাকাল রাজ্যবাসী। যদিও গত সপ্তাহের শেষের দিকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় কয়েক পশলা বৃষ্টি সাময়িক স্বস্তি দিয়েছিল কিন্তু তারপরেই মুহূর্তেই গরমের ব্যাটিং আবারও রাজ্যবাসীর অস্বস্তি বাড়িয়েছে। এমতাবস্থায় গতকাল অর্থাৎ রবিবারই জানা গিয়েছিল চলতি সপ্তাহেই নাকি দক্ষিণবঙ্গে প্রবেশ করছে বর্ষা। কিন্তু এই মুহূর্তে কোথায় কি? সপ্তাহের প্রথম দিনই শুরু হল অসহনীয় গরম, সঙ্গে তীব্র জ্বালাপোড়া চড়া রোদ দিয়ে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার এমনই অসহনীয় গরম কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তি বাড়াবে। অন্যদিকে চলতি সপ্তাহের শুরুতেই বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে বর্তমানে কলকাতার তাপমাত্রা ডিগ্রি বেশিই দৌড়াচ্ছে। অন্যদিকে যত বেলা বাড়ছে ততই বাড়ছে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার কলকাতায় বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। এদিকে সোমবার শুধু কলকাতা কেন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে  ১৪ থেকে ১৬ জুনের মধ্যে বর্ষা প্রবেশ করছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বেশ কিছুটা এগিয়ে এসেছে, যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তবে যতদিন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৌসুমী বায়ু প্রবেশ না করতে ততদিন আবহাওয়ার বিশেষ বদল হবে না বলে জানানো হয়েছে। অন্যদিকে তাপমাত্রাও একইরকমভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস। এর সঙ্গেই আবহা দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোন জেলাতেই কালবৈশাখীরও তেমন কোনও সম্ভাবনা নেই।

অন্যদিকে, উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষার প্রবেশে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। গত সপ্তাহে প্রায় প্রত্যেক দিনই উত্তরবঙ্গের উপরের দিকের জেলা যথা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের বাদবাকি জেলা যেমন মালদা, দুই দিনাজপুর, শিলিগুড়িতেও নাগাড়ে চলছে বৃষ্টিপাত। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোতে দহন জ্বালা ঘুচলেও দক্ষিণবঙ্গবাসীকে কিন্তু চলতি সপ্তাহের প্রথম দিকে এমনই অসহনীয় গরম সহ্য করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 15 =