সন্ধে হতেই রাজ্যে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস, তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী

সন্ধে হতেই রাজ্যে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস, তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী

কলকাতা: তীব্র গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গের মানুষ৷ অপেক্ষা এখন বৃষ্টির৷ অবশেষে স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস৷ ঘনাল ঘূর্ণাবর্ত। আজ রাজ্যজুড়ে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া দফতর। মঙ্গলবার বিকেল বা সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। সঙ্গে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে৷ 

হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা রাজ্য। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সম্ভাবনা আছে। হতে পারে শিলা বৃষ্টিও৷ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তাই সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদরা। 

আজ, মঙ্গল ও আগামীকাল বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া হইবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। শুক্র ও শনিবার ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গে।  ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া৷ 

উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলার পাশাপাশি নিচের তিন জেলা মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও ঝড় বৃষ্টি হতে পারে৷ আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার, অর্থাৎ জামাইষষ্ঠীর দিন কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড় বৃষ্টি থাকবে শনিবার পর্যন্ত।