নজরে মন্ত্রিসভার রদবদল, বিকেলেই শপথ নেবেন নতুন মন্ত্রীরা

নজরে মন্ত্রিসভার রদবদল, বিকেলেই শপথ নেবেন নতুন মন্ত্রীরা

কলকাতা: রাজ্যের মন্ত্রিসভায় হতে চলেছে কিছু গুরুত্বপূর্ণ রদবদল। একদিকে যেমন মন্ত্রীত্ব ছেড়ে দলীয় কাজের মন দিতে কয়েকজনকে সরানো হচ্ছে মন্ত্রিসভা থেকে, ঠিক তেমনই রাজ্যের নতুন মন্ত্রী হিসেবে সামনে আসতে চলেছে নতুন কয়েকটি মুখ। সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করে নবান্ন থেকে এ কথাই জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এক্ষেত্রে নতুন মন্ত্রিত্ব কারা পাচ্ছেন সে ব্যাপারে মুখ খোলেননি তিনি। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত কী হতে চলেছে, কারাইবা নতুন মন্ত্রিত্ব পাচ্ছেন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা। আশা করা হচ্ছে, বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিকের মত বেশ কিছু নতুন মুখ রাজ্যের মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন।

গত সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর রদবদল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সুব্রত মুখোপাধ্যায় এবং সাধন পান্ডে প্রয়াত। পার্থ চট্টোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছে। ফলে অনেকগুলি দপ্তরই এখন তাঁর নিজের হাতে। মুখ্যমন্ত্রী নিজের দায়িত্বে থাকা সেই দপ্তরগুলি বন্টন করতেই নতুন ৫-৬ জনকে মন্ত্রিসভায় আনা হবে। এর সঙ্গেই তিনি বলেন, বর্তমান মন্ত্রিসভা থেকে চার পাঁচ জনকে দলের কাজে ব্যবহার করা হবে। প্রসঙ্গত, বর্তমানে রাজ্যের মন্ত্রিসভায় ৪৪ জন সদস্য থাকার কথা। কিন্তু সেখানে রয়েছেন ৪১ জন।

অন্যদিকে নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের শাসক দলের কয়েকজন বিধায়ককে আজ বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ফোন করা হয়েছে মুখ্য সচিবের অফিস থেকে। সেই তালিকায় রয়েছেন মুখমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী এবং হুগলির জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। এ ছাড়াও উত্তর ২৪ পরগনার পার্থ ভৌমিক, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, কোচবিহারের উদয়ন গুহ, হরিশচন্দ্রপুরের তাজমুল হোসেন, উত্তর দিনাজপুরের সত্যজিত বর্মনের মতো বেশ কয়েকজনের নাম নিয়েও চলছে জল্পনা। যদিও তাঁদের মধ্যে কেউই রাজভবনে আমন্ত্রণ প্রাপ্তির কথা স্বীকার করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 4 =