দু’বছর পর সাধারণের প্রবেশ রেডরোডের অনুষ্ঠানে, ১৪টি জোনের কড়া নজরদারি

দু’বছর পর সাধারণের প্রবেশ রেডরোডের অনুষ্ঠানে, ১৪টি জোনের কড়া নজরদারি

কলকাতা: করোনা কাটিয়ে ফের স্বাভাবিকের পথে দেশ। তারই ফলশ্রুতি আজ সোমবার দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডের বিশেষ অনুষ্ঠানে সাধারণের প্রবেশে অনুমতি। ২০২০ এবং ২০২১ সালে করোনা মহামারীর কারণে স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানেও রেড রোডে ভিড় কমাতে সাধারনের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু চলতি বছরে পরিস্থিতি কিছুটা শুধরানোর পরেই স্বাভাবিক ছন্দে ফিরছে রেড রোডের অনুষ্ঠান। আর মূলত সেই কারণেই আরো আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। আজ স্বাধীনতা দিবস উপলক্ষে আর কিছুক্ষণ পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রেড রোডে শুরু হতে চলেছে কুচকাওয়াজ। ৭৫তম বছরে কুচকাওয়াজকে ঘিরে সম্প্রীতি এবং উন্নয়নের বার্তা দিতে চায় রাজ্য সরকার। ফলে দেড় ঘন্টার এই সরকারি অনুষ্ঠানে আম জনতা যাতে অন্যবারের মতো এবছর উপস্থিত থাকতে পারে সেই ব্যবস্থাই করা হয়েছে সরকারের তরফ থেকে।

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করবেন। এরপর পুলিশ সড়কে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরেই তিনি রেডরোডের কুচকাওয়াজের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রওনা দেবেন। এদিন রেড রোডে হেলিকপ্টারের মাধ্যমে পুষ্প বৃষ্টির পরিকল্পনাও করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এছাড়া স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে রাজ্যের একাধিক কর্মসূচির কথা মাথায় রেখে তৈরি হয়েছে বেশ কিছু ট্যাবলো। এই ট্যাবলাতে কলকাতার দুর্গাপূজোও থাকছে। কারণ কলকাতা দূর্গাপুজোকে গত বছরই ইউনেস্কো ঐতিহ্যের স্বীকৃতি প্রদান করেছে। সব মিলিয়ে মোট বারোটি ট্যাবলো আজ প্রদর্শিত হবে রেড রোডে।

অন্যদিকে এই রেড রোডের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রবিবার থেকেই কড়া নজরদারি এবং নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। পুলিশ সূত্রে খবর, রেড রোড এলাকাকে মোট ১৪ টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার একজন অফিসার। এছাড়াও ছয় জন যুগ্ম কমিশনারকে এই এলাকার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে লালবাজারে তরফে অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসারদেরও রেড রোড চত্বরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ভোর থেকেই প্রায় ১২০০ পুলিশ কর্মী মোতায়েন রেডরোডের নিরাপত্তায়।

এছাড়াও এই এলাকায় নজরদারির জন্য ছটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে বলে খবর। সাথে প্রস্তুত থাকছে কলকাতা পুলিশের স্পেশাল কমান্ড বাহিনী, যেকোনো অপরিতিকর পরিস্থিতির মোকাবিলার জন্য। থাকছে তিনটি কুইক রেসপন্স টিম এবং ৯টি টহলদারি ভ্যান। এদের ধর্মতলার বিভিন্ন জায়গায় মোতায়েন রাখা হবে সোমবার সারাদিন। এছাড়াও শনিবার থেকেই ১৯টি পুলিশ পিকেট এবং শহরের বিভিন্ন জায়গায় ২৩ টি নাকা চেকিং পয়েন্টও তৈরি করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। বিভিন্ন বাজার, মেট্রো স্টেশন, অফিস দপ্তর, ধর্মস্থানসহ নানা জায়গায় রবিবার রাত থেকেই শুরু হয়েছে বিশেষ নজরদারি।