রবিবারের মধ্যে অপরাধীর ফাঁসির ব্যবস্থা করতে হবে CBI-কে, দাবি তুলে এবার পথে নামবেন মমতা

কলকাতা: কলকাতা হাই কোর্টের নির্দেশে আরজি কর-কাণ্ডের মামলা কলকাতা পুলিশের হাত থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-র হাতে গিয়েছে। সেই নির্দেশ মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷…

mamata walk

কলকাতা: কলকাতা হাই কোর্টের নির্দেশে আরজি কর-কাণ্ডের মামলা কলকাতা পুলিশের হাত থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-র হাতে গিয়েছে। সেই নির্দেশ মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ বরং এই ঘটনার পর তিনি নিজেই বলেছিলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে সিবিআই-কে দায়িত্ব দেবেম। ফলে চাপ বেড়েছে সিবিআই-এরও৷ এরই মধ্যে মুখ্যমন্ত্রী জানালেন, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নামছেন তিনি। আজ, বুধবার প্রাক-স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে এ কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

 

এদিন মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৬ অগাস্ট বেলা তিনটের সময় মৌলালি মোড়ে জমায়েত হবে। সেই জমায়েতে সকলকে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে৷ মমতা নিজে থাকবেন সেই মিছিলের সামনে। বিকেল ৪টের সময় মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটবেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, আগামী রবিবারের মধ্যে অভিযুক্তের ফাঁসির ব্যবস্থা করতে হবে সিবিআই-কে৷