হালকা হলেও বাংলায় বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা, সুস্থতা ৯৮%

হালকা হলেও বাংলায় বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা, সুস্থতা ৯৮%

কলকাতা: ১০০০-এর নিচে রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা থাকলেও কিছুটা করে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বিগত কয়েক দিন ধরেই। তবে মূলত দুই জেলার সংক্রমণ বৃদ্ধি ব্যাপক চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনই যে যাচ্ছে না তাও স্পষ্ট করে দেওয়া হচ্ছে বারবার। এদিকে আবার সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই এখন আরও বেশি সচেতন থাকতে হবে রাজ্যবাসীকে। যদিও রাজ্যের সুস্থতার হার স্বস্তি দেবে। 

আরও পড়ুন- উচ্চ প্রাথমিক মেধা তালিকায় অভিযোগের পাহাড়! নিষ্পত্তিতে আরও ৩ মাস সময় চাইল SSC 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৭১৯ জন। আক্রান্তদের মধ্যে ১৩৮ জন কলকাতার! সংক্রমণের নিরিখে আজও প্রথম স্থানেই এই শহর। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১২৪ জন। এই দুই জেলাকে নিয়ে প্রথম থেকেই চিন্তা। এদিকে, তৃতীয় স্থানে নদিয়া। একদিনে সেখানকার ৫৬ জন করোনা আক্রান্ত হয়েছে। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৫১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬০ হাজার ২৮৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ৩৩ হাজার ৬৪৯ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭২৭ জন। এদিকে, একদিনে রাজ্যে করোনা ভাইরাসের বলি হয়েছেন ৯ জন। রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১৮ হাজার ৬২৯ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।

আরও পড়ুন- দুয়ারে রেশন: সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্চ করে প্রধান বিচারপতির এজলাসে ডিলাররা 

উল্লেখ্য, আপাতত মোট টিকা প্রাপ্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৭ কোটি। মোট সংখ্যা ৭৭ কোটি ২৪ লক্ষ ২৫ হাজার ৭৪৪ জন। গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ৬৩ লক্ষ ৯৭ হাজার ৯৭২ জনের। এদিকে আজ প্রধানমন্ত্রীর জন্মদিনে রেকর্ড টিকাকরণ হয়েছে দেশে। প্রতি মিনিটে দেশজুড়ে ৪২ হাজার টিকা, দুপুরের মধ্যেই ১ কোটি পার হয়ে গিয়েছিল। সবশেষে প্রায় ২ কোটি টিকাকরণ হয়েছে আজ। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৪০৩ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩২০ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৯৫০ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩৯ হাজার ০৫৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − three =

শতাধিক আক্রান্ত উত্তর ২৪ পরগনাতেই! রাজ্যের কোভিড গ্রাফে আবার আতঙ্ক

শতাধিক আক্রান্ত উত্তর ২৪ পরগনাতেই! রাজ্যের কোভিড গ্রাফে আবার আতঙ্ক

 

কলকাতা: প্রত্যেকদিন রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। কোন কোন দিন স্বস্তি পাচ্ছে রাজ্যবাসী আবার কোন কোন দিন আতঙ্ক সৃষ্টি হচ্ছে দৈনিক সংক্রমণের হার বৃদ্ধি হওয়ায়। আজ যেমন এক লাফে অনেকটাই বেড়েছে রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা। মূলত তিনটি জেলার রাজ্যের ভাইরাস সংক্রমণের পরিস্থিতি বদলে দিচ্ছে। এদের মধ্যে অবশ্যই রয়েছে উত্তর ২৪ পরগনা, কারণ বিগত কয়েক মাস ধরে এই জেলায় সংক্রমণ শীর্ষে। এর পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে কলকাতা।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত‌ ২৪ ঘণ্টায় বাংলায় করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৮২৬ জন, এদের মধ্যে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১১৬ জন, কলকাতায় আক্রান্ত ৭৭ জন, দার্জিলিঙয়ে আক্রান্ত ৬৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ৫৬ জন, হুগলীতে আক্রান্ত ৫১ জন। সব মিলিয়ে রাজ্যের মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩০ হাজার ৮৫০ জন। বাংলায় মোট সংক্রমণের হার ৯.৬৩ শতাংশ। দৈনিক সংক্রমণের হার অবশ্য মাত্র ১.৩৯ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। তার মধ্যে উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন চার জন। রাজ্যে করোনায় মোট ১৮ হাজার ১৮০ জনের মৃত্যু হয়েছে। এই একই সময়ে রাজ্যে করোনা ভাইরাস মুক্ত হয়েছেন ৮৩৮ জন। ফলে বাংলার মোট সুস্থ হওয়ার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১ হাজার ৯২৫ জনে। বাংলার এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.১১ শতাংশ।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬২৫ জন। এই একই সময়ে সংক্রমণ থেকে মৃত্যু হয়েছে ৫৬২ জনের। তবে স্বস্তির খবর এই যে মঙ্গলবার সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৬৬৮ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লক্ষ ১০ হাজার ৩৫৩ জন। মূলত আটটি রাজ্যকে নিয়ে কেন্দ্রীয় সরকারের চিন্তা রয়েছে কারণ এইসব রাজ্যের সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে ব্যাপকভাবে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, লক্ষদ্বীপ, তামিলনাড়ু, মিজোরাম, কর্ণাটক, পুদুচেরি এবং কেরল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =

সংক্রমণ আরও কমল রাজ্যে, সুস্থতার হারে চরম স্বস্তি

সংক্রমণ আরও কমল রাজ্যে, সুস্থতার হারে চরম স্বস্তি

কলকাতা: রাজ্য সরকারের করোনাভাইরাস নিয়ম বিধি এবং ভ্যাক্সিনেশন গতি, দুইয়ে মিলিয়ে বাংলার করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। অন্তত আজকের করোনাভাইরাস পরিসংখ্যান তার ইঙ্গিত দিচ্ছে। দৈনিক সংক্রমণ যেমন কমেছে একই সঙ্গে কমেছে মৃত্যুর সংখ্যা। তবে উত্তর ২৪ পরগনা নিয়ে চিন্তা এখনও থেকে যাচ্ছে।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৫৭৫ জন। সংক্রমণের নিরিখে এদিনও শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। সেখানে একদিনে আক্রান্ত হয়েছে ৮৯ জন। এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা যেখানে একদিনে আক্রান্ত হয়েছে ৬১ জন। তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিং এবং চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। দুই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৯ এবং ২৮। ফলে বাংলার মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৯ হাজার ২৯৫ জন। এদিকে, আজ মৃত্যু হয়েছে ১২ জনের। কলকাতায় প্রাণ হারিয়েছেন ১ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২ জন। সবমিলিয়ে রাজ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৬১ জন। গত একদিনে ভাইরাসকে হারিয়ে বাড়ি ফিরেছেন ৭৩৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫ লক্ষ ৩৩১ জন। 

আরও পড়ুন: ‘হার’ নিশ্চিত! রাজ্যসভার নির্বাচনে প্রার্থী দেবে না বিজেপি

এদিকে, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও দার্জিলিং জেলার কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। এই চার জেলার বিভিন্ন এলাকায় কড়া ব্যবস্থা নিতে চলেছে রাজ্য। এই চার জেলায় কোভিড ভ্যাকসিনে জোর দেওয়া হচ্ছে। এছাড়া টেস্টও বাড়াতে বলা হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় ব্যারাকপুর মহকুমার পরিস্থিতি সবচেয়ে খারাপ। আক্রান্ত রোগীর সংখ্যাও বেশি। ওই মহকুমায় টিকাকরণের পরিমাণও কম। মাত্র ৩০- ৩৫ শতাংশ। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনায় ভাঙড়, সোনারপুর ও বারুইপুরের কোভিড পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন নবান্ন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =

উদ্বেগ বাড়ছে রাজ্যে, করোনা গ্রাফে স্বস্তি মিলছে না

উদ্বেগ বাড়ছে রাজ্যে, করোনা গ্রাফে স্বস্তি মিলছে না

কলকাতা: তৃতীয় ঢেউ আসার আশঙ্কার মধ্যেই ফের একবার বাংলার করোনাভাইরাস সংক্রমণ ঊর্ধ্বমুখী হল। গতকালের তুলনায় কম হলেও এখনও বাগে আসেনি আক্রান্তের হিসেব। এদিকে আজ একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। তাই স্বাভাবিকভাবে আবার যেন কিছুটা হলেও অস্বস্তি বাড়ল রাজ্যবাসীর। যদিও সুস্থতার হার এখনো পর্যন্ত সাধারণ মানুষের আশার আলো বজায় রেখেছে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৭৬৬ জন, এই একই সময় মৃত্যু হয়েছে ১৪ জনের। আক্রান্ত নিরিখে আজও রাজ্যের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত হয়েছে ১০৬ জন। এক ধাক্কায় অনেকটা বেড়েছে সংক্রমণ, যদিও তা গতকালের তুলনায় কম। এদিকে সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে দার্জিলিং, সেখানে আক্রান্ত ৭৯ জন। সংক্রমণে তৃতীয় স্থানে উঠে এসেছে কলকাতা, সেখানে একদিনে আক্রান্ত হয়েছে ৬৪ জন। দক্ষিণ ২৪ পরগনা চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ৫৬ জন। সব মিলিয়ে রাজ্যের মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৬ হাজার ৫৩৯ জন। এদিকে একদিনে ভাইরাসকে হারিয়ে ঘরে ফিরেছে ৮২২ জন। সবমিলিয়ে এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৯৭ হাজার ১১৬ জন। রাজ্যের সুস্থতার হার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ৯৮.০৭ শতাংশ। অন্যদিকে গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণের মারা গিয়েছেন ১৪ জন। মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা ও জলপাইগুড়ি। একদিনে করোনার বলি সেখানকার ৪ জন করে।  সবমিলিয়ে রাজ্যের মোট ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ১২৩ জন।

আরও পড়ুন: ‘হার’ নিশ্চিত! রাজ্যসভার নির্বাচনে প্রার্থী দেবে না বিজেপি

এদিকে, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও দার্জিলিং জেলার কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। এই চার জেলার বিভিন্ন এলাকায় কড়া ব্যবস্থা নিতে চলেছে রাজ্য। এই চার জেলায় কোভিড ভ্যাকসিনে জোর দেওয়া হচ্ছে। এছাড়া টেস্টও বাড়াতে বলা হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় ব্যারাকপুর মহকুমার পরিস্থিতি সবচেয়ে খারাপ। আক্রান্ত রোগীর সংখ্যাও বেশি। ওই মহকুমায় টিকাকরণের পরিমাণও কম। মাত্র ৩০- ৩৫ শতাংশ। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনায় ভাঙড়, সোনারপুর ও বারুইপুরের কোভিড পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন নবান্ন। কলকাতা পুরসভার পরিস্থিতি সন্তোষজনক হলেও পার্শ্ববর্তী এলাকাতে পরিস্থিতি খারাপ। তাই এইসব এলাকায় প্রয়োজনে কনটেইনমেন্ট জোন করা, ভ্যাকসিন দেওয়া ও টেস্ট করার ওপর জোর দিয়েছেন মুখ্যসচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 15 =

আশা দেখাচ্ছেন রাজ্যের করোনা জয়ীরা, একদিনে সুস্থ ১৯,০০০

আশা দেখাচ্ছেন রাজ্যের করোনা জয়ীরা, একদিনে সুস্থ ১৯,০০০

কলকাতা: বিগত কয়েকদিন ধরে এ রাজ্যের করোনা ভাইরাস সংক্রমণ এবং সুস্থতার সংখ্যা প্রায় একই যাচ্ছে। আজও তাতে খুব একটা পরিবর্তন হলো না ঠিকই কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে দিন দিন। সেটাই রাজ্যের মানুষকে চিন্তায় রেখেছে। যদিও করোনাভাইরাসকে হারিয়ে যারা সুস্থ হচ্ছেন তারাই রাজ্যবাসীকে আশার আলো দেখাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্য সুস্থ হয়েছেন ১৯,০৫০ জন। যদিও একই সময় মৃত্যু হয়েছে ১৪৫ জনের, যা আপাতত সর্বোচ্চ।

আজকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯,৪২৮ জন। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ৩,৭৮৫ জন। সংক্রমণের নিরিখে এদিন আরও একবার কলকাতাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে আক্রান্ত ৪,১১৫ জন। এদিকে, দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ১,১৭০। পাশাপাশি, হাওড়া এবং হুগলিতে একদিনে আক্রান্ত যথাক্রমে ১,২২০ ও ১,১৪৫ জন। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১১ লক্ষ ৭১ হাজার ৮৬১ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৩ হাজার ৫৭৬ জনের মৃত্যু হয়েছে। 

তবে সুস্থতার হার অবশ্যই কিঞ্চিৎ হলেও স্বস্তির বার্তা দিচ্ছে। কারণ, এই নিয়ে এখনও পর্যন্ত মোট ১০ লক্ষ ২৬ হাজার ৪৯২ জন করোনা ভাইরাসকে হারিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৮৭.৬০ শতাংশ। এদিকে আরও সুখবর হল, বুধবার সকালের মধ্যেই রাজ্যে চলে আসবে ২ লক্ষ ১২ হাজার ৪৬০ টি কোভিশিল্ড ভ্যাকসিন। সরাসরি ফোনের সেরাম ইনস্টিটিউট থেকে এই টিকা কিনছে রাজ্য সরকার। মনে করা হচ্ছে এই টিকা আসার ফলে রাজ্যে টিকাকরণের গতি আগামী কয়েকদিনের মধ্যেই বাড়বে। বর্তমানে রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি সংকটজনক। বিগত কয়েক দিনে সংক্রমনের সংখ্যা কিঞ্চিৎ কমলেও মৃত্যুর হার উদ্বেগজনক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + fourteen =