বিদায় পর্ব শুরু, সপ্তাহান্তেই চলে যেতে পারে বর্ষা

অবশেষে বাজল বিদায় ঘণ্টা। রাজ্য থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বৃষ্টির প্রকোপ কমেছে সর্বত্র। উত্তরবঙ্গে আগামী ২ থেকে ৩…

অবশেষে বাজল বিদায় ঘণ্টা। রাজ্য থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বৃষ্টির প্রকোপ কমেছে সর্বত্র। উত্তরবঙ্গে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে বৃষ্টি অনেকটাই কমে যাবে। দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিনের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

মঙ্গলবার সকালে উত্তরবঙ্গের বেশির ভাগ জেলায় মেঘলা আকাশ কেটে রোদ উঠেছে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রির আশপাশে থাকবে। উত্তরবঙ্গে তাপমাত্রা অল্প কম থাকবে। তবে বর্তমানে উত্তর-পূর্ব বিহারে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া উত্তর-পূর্ব অসমেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুইয়ের জোড়া ফলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুর্যোগের সম্ভাবনা তেমন নেই। জায়গায় জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় একটি পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গে ঢোকার সম্ভাবনা রয়েছে। তবে তার ক্ষেত্রেও ভারী বৃষ্টি হবে না।

তবে শুধু বঙ্গ নয়, সামগ্রিক ভাবে গোটা দেশ থেকেই বিদায় নিতে চলেছে বর্ষা। এই সপ্তাহের শেষ থেকে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হবে বলে মনে করছে হাওয়া অফিস। ফলে বর্ষার বিদায় গতি পাবে।

Get the latest update on monsoon withdrawal from West Bengal. Learn about the expected date, weather forecast, and impact on the region.