বছরের শুরুতেই জাঁকিয়ে শীতে, আরও নামবে পারদ? কী জানাচ্ছে হাওয়া অফিস

বছরের শুরুতেই জাঁকিয়ে শীতে, আরও নামবে পারদ? কী জানাচ্ছে হাওয়া অফিস

5b6fe5543f1b958a89698f1684249360

কলকাতা: অবশেষে ধরা দিল শীত। নতুন বছরের হাত ধরে গুটি গুটি পায়ে বঙ্গে ঢুকল শীতল হাওয়া। বছরের শুরু থেকেই তাপমাত্রার পারদ পতন ঘটেছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবারের তুলনায় যা ১ ডিগ্রি কম। তবে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি বেশি। হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।  বৃহস্পতিবারের পর থেকে উত্তুরে হাওয়ার দাপট আরও বাড়বে বলে মনে করা হচ্ছে । আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনাও রয়েছে৷ 

আরও পড়ুন- আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস, কুমারগঞ্জে ইটবৃষ্টি, ভাঙল কাঁচ

সকাল থেকে শহরের আকাশ ছিল কুয়াশায় মোড়া। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা পুরোপুরি কেটে যাবে বলেও জানানো হয়েছে। বেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী ৩ দিন এরকমই তাপমাত্রা বজায় থাকবে। এর পর তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের অনুমান, সপ্তাহান্তে তাপমাত্রার পারদ ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাবে। 

দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রাও কয়েক দিনের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। উত্তরবঙ্গে বিভিন্ন এলাকায় কুয়াশার জেরে দৃশ্যমানতা কমবে৷ দার্জিলিং এবং কালিম্পংয়ে অল্প বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে৷