নয়াদিল্লি: এসএসসির প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের মামলার নিষ্পত্তি হল না আজ৷ আরও তিন সপ্তাহ সময় দিল সুপ্রিম কোর্ট৷
লোকসভা ভোটের আগে চাকরি বাতিল মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ মঙ্গলবার সকালে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানির জন্য উঠে মামলাটি। নির্ধারিত সময় মেনেই মঙ্গলবার মামলাটি প্রধান বিচারপতির এজলাসে উঠলে প্রধান বিচারপতি জানান, আগে চাকরিবাতিল মামলার সঙ্গে যুক্ত পাঁচ পক্ষের বক্তব্য শুনবে বেঞ্চ। তার পরেই এ ব্যাপারে পরবর্তী নির্দেশ দেওয়া হবে৷
মামলার সঙ্গে যুক্ত পাঁচ পক্ষ- রাজ্য, এসএসসি, সিবিআই, মূল মামলাকারী এবং যাঁদের চাকরি নিয়ে বিতর্ক, তাঁদের বক্তব্য শোনার জন্য সুপ্রিম কোর্ট দু’সপ্তাহ সময় বেঁধে দিয়েছে। ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে তিন সপ্তাহ পর৷ অর্থাৎ এর পর শুনানি হবে অগাস্ট মাসে৷