ফের বাড়ল ষষ্ঠ পে কমিশনের মেয়াদ, বাড়বে কি বেতন?

ফের বাড়ল ষষ্ঠ পে কমিশনের মেয়াদ, বাড়বে কি বেতন?

নয়াদিল্লি: আরও একবার ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বাড়াল রাজ্য সরকার৷ শুক্রবার এই মর্মে নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে৷ অনেকেই আশা করছেন এবার হয়তো বেতন কাঠামোয় পরিবর্তন আসবে৷ কিন্তু সূত্রের খবর, ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বাড়লেও এখনই বেতন বাড়ার কোনও সম্ভাবনা নেই৷ বরং সরকারি কর্মীদের অন্যান্য সুযোগ সুবিধা দেখাই হবে ষষ্ঠ পে কমিশনের কাজ৷ 

আরও পড়ুন- সাল্লু ভাইয়ের গানে ‘লেডি দাবাং’দের নাচে মুগ্ধ সায়নী, শেয়ার করলেন ভিডিয়ো

প্রসঙ্গত, গত ১ জুলাই থেকে ষষ্ঠ পে কমিশনের বর্ধিত মেয়াদ কার্যকর করার কথা ঘোষণা করা হয়েছে৷ চেয়ারম্যান সহ কমিশনের সকল সদস্যের মেয়াদ আগামী ৩ মাসের জন্য বাড়ানো হয়েছে৷ আগামী তিন মাস এই কমিশন সরকারি কর্মীদের ছুটিছাটা, অবসরকালীন সুযোগ-সুবিধা এবং কোন কোন দফতরে কত কর্মী রয়েছে ও কত কর্মী প্রয়োজন সেই বিষয়গুলি দেখাশোনা করবে৷ 

আরও পড়ুন- প্রশিক্ষণ ছাড়া ভ্যাকসিন দিয়ে বিতর্কে আসানসোলের প্রাক্তন ডেপুটি মেয়র, তুলোধোনা BJP-র

উল্লেখ্য, ২০১৫ সালের ২৭ নভেম্বর ষষ্ঠ পে কমিশন গঠন করেছিল রাজ্য সরকার৷ এই কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অভিরূপ সরকার৷ ইতিমধ্যেই রাজ্যে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ লাগু হয়েছে। ২০১৯-র সেপ্টেম্বরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে  সভা করেছিলেন সরকারি কর্মীরা। ওই সভায় ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধিত বেতন ঘোষণা করেছিলেন। পরবর্তীকালে নতুন বেতন কাঠামো নিয়ে রোপা রুল ২০১৯ জারি করে নবান্ন। যদিও তা কার্যকর করতে অনেক সময় পেরিয়ে যায়৷ যদিও ৪ বছরের বকেয়া বেতন বা এরিয়া পাননি সরকারি কর্মীরা। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 5 =